লাহোরে ঐতিহাসিক গুরুদ্বারকে মসজিদে পরিবর্তন করার চেষ্টা, তীব্র প্রতিবাদ ভারতের

Last Updated:
সংখ্যালঘুদের ধর্মীয় স্থান রক্ষার দায়িত্বে থাকা পাক সরকারি সংস্থা ETPB লাহোরের গুরুদ্বারের ঘটনার অবিলম্বে পুলিশকে পদক্ষেপ করার জন্য বলেছে৷
1/6
পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে৷ সোমবার এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ভারত৷ লাহোরের পূর্বে ওই গুরুদ্বার শতাব্দী প্রাচীন৷
পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে৷ সোমবার এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ভারত৷ লাহোরের পূর্বে ওই গুরুদ্বার শতাব্দী প্রাচীন৷
advertisement
2/6
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে৷ লাহোরে গুরুদ্বার শাহিদি আস্থানকে মসজিদ শাহিদ গঞ্জ দাবি করা হচ্ছে৷ কিছু মানুষ ওই ঐতিহাসিক গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করেছে৷ ঘটনার দিকে কড়া নজর রাখছে ভারত৷'
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে৷ লাহোরে গুরুদ্বার শাহিদি আস্থানকে মসজিদ শাহিদ গঞ্জ দাবি করা হচ্ছে৷ কিছু মানুষ ওই ঐতিহাসিক গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করেছে৷ ঘটনার দিকে কড়া নজর রাখছে ভারত৷'
advertisement
3/6
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, শিখ সম্প্রদায়ের পবিত্র স্থান গুরুদ্বার৷ এই ধরনের ঘটনাকে ভারত উদ্বেগজনক হিসেবেই দেখছে৷ পাকিস্তানকে অবিলম্বে ঘটনার তদন্ত শুরুর জন্য কূটনৈতিক চাপ দিচ্ছে ভারত৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, শিখ সম্প্রদায়ের পবিত্র স্থান গুরুদ্বার৷ এই ধরনের ঘটনাকে ভারত উদ্বেগজনক হিসেবেই দেখছে৷ পাকিস্তানকে অবিলম্বে ঘটনার তদন্ত শুরুর জন্য কূটনৈতিক চাপ দিচ্ছে ভারত৷
advertisement
4/6
পাকিস্তানে সংখ্যালঘুদের (বিশেষ করে হিন্দু ও শিখ) যথাযথ সুরক্ষার দাবিতে ভারত এর আগেও প্রতিবাদে সোচ্চার হয়েছে নানা ঘটনায়৷
পাকিস্তানে সংখ্যালঘুদের (বিশেষ করে হিন্দু ও শিখ) যথাযথ সুরক্ষার দাবিতে ভারত এর আগেও প্রতিবাদে সোচ্চার হয়েছে নানা ঘটনায়৷
advertisement
5/6
সংখ্যালঘুদের ধর্মীয় স্থান রক্ষার দায়িত্বে থাকা পাক সরকারি সংস্থা ETPB লাহোরের গুরুদ্বারের ঘটনার অবিলম্বে পুলিশকে পদক্ষেপ করার জন্য বলেছে৷
সংখ্যালঘুদের ধর্মীয় স্থান রক্ষার দায়িত্বে থাকা পাক সরকারি সংস্থা ETPB লাহোরের গুরুদ্বারের ঘটনার অবিলম্বে পুলিশকে পদক্ষেপ করার জন্য বলেছে৷
advertisement
6/6
সোহেল ভাট আট্টারি নামে লাহোরের এক বাসিন্দার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছে, সে-ই ওই গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার জন্য মানুষকে উস্কেছে৷
সোহেল ভাট আট্টারি নামে লাহোরের এক বাসিন্দার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছে, সে-ই ওই গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার জন্য মানুষকে উস্কেছে৷
advertisement
advertisement
advertisement