মূল ধাপে পৌঁছে গেল চন্দ্রযান ২, এবার শুধু ল্যান্ডিংয়ের অপেক্ষা

Last Updated:
ভারত দাঁড়িয়ে ঐতিহাসিক পদক্ষেপের সামনে
1/4
চন্দ্রযান ২ লঞ্চ হওয়ার পর থেকে এখনও অবধি ৩,৮ লক্ষ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করেছে ৷ একমাস আগে যে চন্দ্রযান ২ লঞ্চ হয়েছে তার চুড়ান্ত ল্যাপে এবার পৌঁছে গেল ভারতের স্বপ্নের এই মহাকাশ প্রজেক্ট ৷ স্পেসক্রাফট থেকে ল্যান্ডার বিক্রম রবিবার রাতে সফলভাবে আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে ISRO ৷ Photo- File
চন্দ্রযান ২ লঞ্চ হওয়ার পর থেকে এখনও অবধি ৩,৮ লক্ষ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করেছে ৷ একমাস আগে যে চন্দ্রযান ২ লঞ্চ হয়েছে তার চুড়ান্ত ল্যাপে এবার পৌঁছে গেল ভারতের স্বপ্নের এই মহাকাশ প্রজেক্ট ৷ স্পেসক্রাফট থেকে ল্যান্ডার বিক্রম রবিবার রাতে সফলভাবে আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে ISRO ৷ Photo- File
advertisement
2/4
সেপ্টেম্বর ২ তারিখ রাত একটার সময় এই সফল সেপারেশন হয়েছে ৷ এই বিক্রম ল্যান্ডার এই মুহূর্তে ১১৯ কিমি  x ১২৭ কিমি কক্ষপথে রয়েছে ৷ এই কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে রয়েছে চন্দ্রায়ন ২ ৷ Photo- ISRO/Twitter
সেপ্টেম্বর ২ তারিখ রাত একটার সময় এই সফল সেপারেশন হয়েছে ৷ এই বিক্রম ল্যান্ডার এই মুহূর্তে ১১৯ কিমি x ১২৭ কিমি কক্ষপথে রয়েছে ৷ এই কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে রয়েছে চন্দ্রায়ন ২ ৷ Photo- ISRO/Twitter
advertisement
3/4
ইসরোর টেলিমেট্রির মিশন অপারেশনস কমপ্লেক্স থেকে এই ল্যান্ডারের ওপর নজর রাখা হচ্ছে ৷ বেঙ্গালুরুর সদর দফরত থেকে বাইলালু -র অ্যান্টেনা এই বিষয়টি লক্ষ্য রাখছে ৷ এর পরের পদক্ষেপ যেটা নির্ধারিত রয়েছে তাতে সেপ্টেম্বরের ৮ টা ৪৫ থেকে ৯ টা ৪৫ -র মধ্যে হবে ৷Photo- ISRO/Twitter
ইসরোর টেলিমেট্রির মিশন অপারেশনস কমপ্লেক্স থেকে এই ল্যান্ডারের ওপর নজর রাখা হচ্ছে ৷ বেঙ্গালুরুর সদর দফরত থেকে বাইলালু -র অ্যান্টেনা এই বিষয়টি লক্ষ্য রাখছে ৷ এর পরের পদক্ষেপ যেটা নির্ধারিত রয়েছে তাতে সেপ্টেম্বরের ৮ টা ৪৫ থেকে ৯ টা ৪৫ -র মধ্যে হবে ৷Photo- ISRO/Twitter
advertisement
4/4
নিজের চূড়ান্ত কক্ষপথ বদলের কাজ রবিবার শেষ করেছে চন্দ্রায়ন ৷ এবার ৭ তারিখ এই চন্দ্রায়ন ২ নিজেদের ফাইনাল লোকেশান যা মোটামুটি ১০০ কিমি x ৩৫ কিমি কক্ষপথের কাছাকাছি থাকবে ৷Photo- ISRO/Twitter
নিজের চূড়ান্ত কক্ষপথ বদলের কাজ রবিবার শেষ করেছে চন্দ্রায়ন ৷ এবার ৭ তারিখ এই চন্দ্রায়ন ২ নিজেদের ফাইনাল লোকেশান যা মোটামুটি ১০০ কিমি x ৩৫ কিমি কক্ষপথের কাছাকাছি থাকবে ৷Photo- ISRO/Twitter
advertisement
advertisement
advertisement