ভারতের হাতে নতুন অস্ত্র! 'প্রলয়' মিসাইলে কাঁপবে চিন-পাকিস্তান, এমন কী আছে এতে জানেন!

Last Updated:
দুনিয়া বদলাচ্ছে আর তার সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের চিত্রও। আর সেই সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটও।
1/6
 দুনিয়া বদলাচ্ছে আর তার সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের চিত্রও। আর সেই সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটও।
দুনিয়া বদলাচ্ছে আর তার সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের চিত্রও। আর সেই সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটও।
advertisement
2/6
 ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হোক কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি একে অন্যের দিকে মিসাইল ছুড়তে। মুখোমুখি যুদ্ধের থেকে মিসাইল যুদ্ধের চল এখন এই বিশ্বে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে সবাই।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হোক কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি একে অন্যের দিকে মিসাইল ছুড়তে। মুখোমুখি যুদ্ধের থেকে মিসাইল যুদ্ধের চল এখন এই বিশ্বে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে সবাই।
advertisement
3/6
নয়াদিল্লি: ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে মেগা পদক্ষেপ নেয়, তখন পাকিস্তান একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এমনিতেই ভারতের সঙ্গে সেভাবে ভাল সম্পর্ক নয় চিনের এমনটাই ওয়াকিবহাল মহলের ধারণা৷  অপারেশন সিঁদুরের দিনে ফের একবার চিন নিজের অবস্থান দেখিয়ে বিশ্বের সামনে নিজের জাত চিনিয়ে দিল৷
এর মাঝেই ভারতের অস্বস্তি বাড়িয়েছে আমাদের দুই পড়শি দেশ চিন এবং পাকিস্তান। তাঁদের আর্মি রকেট ফোর্স বানানোর প্রেক্ষিতে ভারতও জোর দিয়েছে প্রতিরক্ষায়।
advertisement
4/6
 দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।'প্রলয়' ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে হাত দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।এ দেশের প্রতিরক্ষা বিজ্ঞানীরা 'প্রলয়' ক্ষেপণাস্ত্র তার দৈর্ঘ্য ৯.০৬ মিটার। ওজন হতে পারে পাঁচ টন।
দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।
'প্রলয়' ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে হাত দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এ দেশের প্রতিরক্ষা বিজ্ঞানীরা 'প্রলয়' ক্ষেপণাস্ত্র তার দৈর্ঘ্য ৯.০৬ মিটার। ওজন হতে পারে পাঁচ টন।
advertisement
5/6
 ২০১৫ সালে 'প্রলয়' ক্ষেপণাস্ত্র তৈরির কাজে হাত দেয় ডিআরডিও। প্রাথমিক ভাবে এই প্রকল্পে ৩৩২.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয় কেন্দ্রের পক্ষ থেকে।
২০১৫ সালে 'প্রলয়' ক্ষেপণাস্ত্র তৈরির কাজে হাত দেয় ডিআরডিও। প্রাথমিক ভাবে এই প্রকল্পে ৩৩২.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয় কেন্দ্রের পক্ষ থেকে।
advertisement
6/6
 বর্তমানে ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্রের মধ্যে শামিল হয়েছে এই 'প্রলয়'। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকা শত্রু ঘাঁটি নিমিষে ধ্বংস করতে পারে এই 'প্রলয়'। শব্দের থেকে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে এই মিসাইল।
বর্তমানে ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্রের মধ্যে শামিল হয়েছে এই 'প্রলয়'। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকা শত্রু ঘাঁটি নিমিষে ধ্বংস করতে পারে এই 'প্রলয়'। শব্দের থেকে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে এই মিসাইল।
advertisement
advertisement
advertisement