India Coronavirus || Lockdown: ফের লকডাউন? চিনে কোভিড বাড়তেই সিঁদুরে মেঘ ভারতের আকাশেও! জানুন আসল সত্যি
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
India Coronavirus || Lockdown: করোনা ভাইরাসের বার বাড়ন্তের সঙ্গে সঙ্গেই সিঁদুরে মেঘ সাধারণ মানুষের মনে। তবে কি ফের আসবে লকডাউনের কোপ? কী বলছেন আই এম এ-র বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই বিষয়ে?
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার, নয়া কোভিড-১৯ হুমকির প্রেক্ষিতে আইএমএ বলেছে, আসন্ন কোভিড মহামারির মোকাবিলায় জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান এবং জল বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো অনুশীলনগুলি ফিরিয়ে আনতে হবে। এছাড়াও বিয়ে, রাজনৈতিক বা সামাজিক সভার মতো জনসমাগম এবং আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইএমএ।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানেই প্রধানমন্ত্রী মোদি জনবহুল এলাকায় মাস্ক পরা এবং পরীক্ষার ওপর জোর দিতে বলেন। তাঁর পরামর্শ, দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ মানুষদের বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেন তিনি।
advertisement
রাজ্য গুলিকে প্রধানমন্ত্রীর পরামর্শ, চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে অডিট করতে হবে। হাসপাতাল কর্মী, পিএসইউ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ভেন্টিলেশন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে আধিকারিকরা জানান, হাসপাতালে শয্যা সহ অন্যান্য সমস্ত ধরণের পরিকাঠামো প্রস্তুত রয়েছে।
advertisement