India Bangladesh Relation BGB BSF: সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ, ধুয়ে দিল ভারত! দিল্লির চাপেই সুর নরম ঢাকার, চমকে দিল চার দিন
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
India Bangladesh Relation BGB BSF: বৃহস্পতিবার ডিজি বিএসএফ- দলজিৎ সিং চৌধরি, ডিজি বিজিবি- মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই দুই দেশের পরিস্থিতি পরিষ্কার হল।
advertisement
advertisement
অগাস্টের পর অনুপ্রবেশের ঘটনা গোটা সীমান্ত এলাকা জুড়ে উল্লেখযোগ্য ভাবে কমেছে, দাবি বিএসএফ ডিজির। অন্যদিকে, বিজিবি ডিজির দাবি, সাম্প্রতিক কালে সংখ‍্যালঘুদের উপর হামলার ঘটনা ভুল ব্যাখ্য়া করা হয়েছে মিডিয়া দ্বারা। যে দুর্গাপুজা হয়েছে গত বছর সেটা অন‍্যতম শান্তিপূর্ণ ভাবে হয়েছে। সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। বিজিবির অধীনে যে অংশ পরে সেখানে কোনও পুজো মণ্ডপে কোনও সমস‍্যা হয়নি। যে হামলার ঘটনা ঘটেছে, সেগুলো ধর্মীয় কারণে নয় অনেকটা রাজনৈতিক কারণে বলে দাবি ডিজি বিজিবির।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাঁধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যার জেরে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও আরও উত্তপ্ত হয়ে ওঠে। (রিপোর্টার-- মৈত্রেয়ী ভট্টাচার্য)









