India Bangladesh Relation BGB BSF: সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ, ধুয়ে দিল ভারত! দিল্লির চাপেই সুর নরম ঢাকার, চমকে দিল চার দিন

Last Updated:
India Bangladesh Relation BGB BSF: বৃহস্পতিবার ডিজি বিএসএফ- দলজিৎ সিং চৌধরি, ডিজি বিজিবি- মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই দুই দেশের পরিস্থিতি পরিষ্কার হল।
1/8
ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগে উত্তেজনা জারি। অভিযোগ এমন যে, ভারতের মাটিতে কাঁটাতার বসাতে গিয়ে বাধা পাচ্ছে বিএসএফ। বিজিবির বিরুদ্ধেও রয়েছে নো ম্যান্স ল্যান্ডে বাঙ্কার তৈরির অভিযোগ।
ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগে উত্তেজনা জারি। অভিযোগ এমন যে, ভারতের মাটিতে কাঁটাতার বসাতে গিয়ে বাধা পাচ্ছে বিএসএফ। বিজিবির বিরুদ্ধেও রয়েছে নো ম্যান্স ল্যান্ডে বাঙ্কার তৈরির অভিযোগ।
advertisement
2/8
এমন ভয়াবহ পরিস্থিতিতে বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের চারদিনের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন হল দিল্লিতে বিএসএফ হেডকোয়ার্টারে। বৃহস্পতিবার ডিজি বিএসএফ- দলজিৎ সিং চৌধরি, ডিজি বিজিবি- মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিক সম্মেলন করেন।
এমন ভয়াবহ পরিস্থিতিতে বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের চারদিনের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন হল দিল্লিতে বিএসএফ হেডকোয়ার্টারে। বৃহস্পতিবার ডিজি বিএসএফ- দলজিৎ সিং চৌধরি, ডিজি বিজিবি- মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিক সম্মেলন করেন।
advertisement
3/8
অগাস্টের পর অনুপ্রবেশের ঘটনা গোটা সীমান্ত এলাকা জুড়ে উল্লেখযোগ্য ভাবে কমেছে, দাবি বিএসএফ ডিজির। অন্যদিকে, বিজিবি ডিজির দাবি, সাম্প্রতিক কালে সংখ‍্যালঘুদের উপর হামলার ঘটনা ভুল ব্যাখ্য়া করা হয়েছে মিডিয়া দ্বারা। যে দুর্গাপুজা হয়েছে গত বছর সেটা অন‍্যতম শান্তিপূর্ণ ভাবে হয়েছে। সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। বিজিবির অধীনে যে অংশ পরে সেখানে কোনও পুজো মণ্ডপে কোনও সমস‍্যা হয়নি। যে হামলার ঘটনা ঘটেছে, সেগুলো ধর্মীয় কারণে নয় অনেকটা রাজনৈতিক কারণে বলে দাবি ডিজি বিজিবির।
অগাস্টের পর অনুপ্রবেশের ঘটনা গোটা সীমান্ত এলাকা জুড়ে উল্লেখযোগ্য ভাবে কমেছে, দাবি বিএসএফ ডিজির। অন্যদিকে, বিজিবি ডিজির দাবি, সাম্প্রতিক কালে সংখ‍্যালঘুদের উপর হামলার ঘটনা ভুল ব্যাখ্য়া করা হয়েছে মিডিয়া দ্বারা। যে দুর্গাপুজা হয়েছে গত বছর সেটা অন‍্যতম শান্তিপূর্ণ ভাবে হয়েছে। সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। বিজিবির অধীনে যে অংশ পরে সেখানে কোনও পুজো মণ্ডপে কোনও সমস‍্যা হয়নি। যে হামলার ঘটনা ঘটেছে, সেগুলো ধর্মীয় কারণে নয় অনেকটা রাজনৈতিক কারণে বলে দাবি ডিজি বিজিবির।
advertisement
4/8
এই পরিস্থিতিতে দিল্লিতে বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির কর্তারা। সেখানেই সুর নরম বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)। এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে কখনও বিজিবিকে আক্রমণ করা হয়নি। এই ধরনের মনোভাব তাঁদের নেই।
এই পরিস্থিতিতে দিল্লিতে বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির কর্তারা। সেখানেই সুর নরম বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)। এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে কখনও বিজিবিকে আক্রমণ করা হয়নি। এই ধরনের মনোভাব তাঁদের নেই।
advertisement
5/8
বিজিবির আরও দাবি, ডেভেলপমেন্ট ওয়ার্কসের বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, যৌথ উদ্যোগে কাজ হবে ১৫০ ইয়ার্ডের মধ‍্যে পরিকাঠামো তৈরি। ১৫০ ইয়ার্ডের মধ‍্যে কোনও স্থায়ী পরিকাঠামো তৈরি করার তথ‍্য সঠিক নয়। ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। দু-পক্ষের মতামত নিয়েই কাজ শুরু হয়েছিল।
বিজিবির আরও দাবি, ডেভেলপমেন্ট ওয়ার্কসের বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, যৌথ উদ্যোগে কাজ হবে ১৫০ ইয়ার্ডের মধ‍্যে পরিকাঠামো তৈরি। ১৫০ ইয়ার্ডের মধ‍্যে কোনও স্থায়ী পরিকাঠামো তৈরি করার তথ‍্য সঠিক নয়। ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। দু-পক্ষের মতামত নিয়েই কাজ শুরু হয়েছিল।
advertisement
6/8
বাংলাদেশের আরও দাবি, বিজিবি কখনও বিএসএফদের উপর হামলা করেনি। যে সব ভারতীয়রা ধরা পড়েছে, সেই ভারতীয়দের সঙ্গেও কোনও রকম খারাপ ব‍্যবহার করা হয়নি। কিছু মিসক্রিয়েন্ট আমাদের টেরিটরিতে ঢোকার চেষ্টা করে। আমরা খুব নিবিড় ভাবে গ্রেড রেসপন্সের ব‍্যবহার করি।
বাংলাদেশের আরও দাবি, বিজিবি কখনও বিএসএফদের উপর হামলা করেনি। যে সব ভারতীয়রা ধরা পড়েছে, সেই ভারতীয়দের সঙ্গেও কোনও রকম খারাপ ব‍্যবহার করা হয়নি। কিছু মিসক্রিয়েন্ট আমাদের টেরিটরিতে ঢোকার চেষ্টা করে। আমরা খুব নিবিড় ভাবে গ্রেড রেসপন্সের ব‍্যবহার করি।
advertisement
7/8
বাংলাদেশের আরও দাবি, বিজিবি কখনও বিএসএফদের উপর হামলা করেনি। যে সব ভারতীয়রা ধরা পড়েছে, সেই ভারতীয়দের সঙ্গেও কোনও রকম খারাপ ব‍্যবহার করা হয়নি। কিছু মিসক্রিয়েন্ট আমাদের টেরিটরিতে ঢোকার চেষ্টা করে। আমরা খুব নিবিড় ভাবে গ্রেড রেসপন্সের ব‍্যবহার করি।
বাংলাদেশের আরও দাবি, বিজিবি কখনও বিএসএফদের উপর হামলা করেনি। যে সব ভারতীয়রা ধরা পড়েছে, সেই ভারতীয়দের সঙ্গেও কোনও রকম খারাপ ব‍্যবহার করা হয়নি। কিছু মিসক্রিয়েন্ট আমাদের টেরিটরিতে ঢোকার চেষ্টা করে। আমরা খুব নিবিড় ভাবে গ্রেড রেসপন্সের ব‍্যবহার করি।
advertisement
8/8
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাঁধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যার জেরে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও আরও উত্তপ্ত হয়ে ওঠে। (রিপোর্টার-- মৈত্রেয়ী ভট্টাচার্য)
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাঁধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যার জেরে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও আরও উত্তপ্ত হয়ে ওঠে। (রিপোর্টার-- মৈত্রেয়ী ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement