

♦ দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ৷ চলছে জোরদার প্রচার ৷ দেশজুড়ে সব দলের প্রার্থীরা নিজেদের কেন্দ্রে গিয়ে জমিয়ে প্রচার চলছে ৷


♦ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর শুরু হয়েছে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়াও ৷ নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন দাখিল করার সময় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হয় প্রার্থীদের। মনোনয়নের সময় সেই সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার সময় চমক দেখালেন তামিলনাড়ুর কুপ্লালজি দেবাদস।


♦ কুপ্পালজি দেবাদস আম্মা মাক্কাল ন্যাশনাল পার্টির হয়ে এ বারের লোকসভা ভোটে লড়বেন। দক্ষিণ চেন্নাই লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। ওই আসন থেকে গত বার সাংসদ হয়েছিলেন এআইএডিএমকে-র টি রাধাকৃষ্ণন।


♦ গতকাল সোমবার কুপ্পালজি গিয়েছিলেন মনোনয়ন জমা করতে। সে জন্য তাঁকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হত ২৫ হাজার টাকা। তিনি সেই টাকা জমাও দিয়েছেন।