দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট কোহলির ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামলেন তিনি। কোহলির জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। কিন্তু চোটের কারণে সিরিজের বাইরে তিনি। তাঁর জায়গায় কেএল রাহুল (KL Rahul) এই ম্যাচে ক্যাপ্টেন্সি করছেন। (AFP)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে ১৩ ইনিংসে ৭৮২ রান করেছেন বিরাট কোহলি। গড় ৮৭। এছাড়া ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সিরিজে যদি তিনি আরও ২১৮ রান করেন, তা হলে তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ১০০০ রান করবেন। যদিও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড কোহলির নামেই রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫৮ রান করে দুইয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। (AFP)