West Bengal Winter Update: শনিবার থেকেই বড় বদল আবহাওয়ার! এক ধাক্কায় নামবে তাপমাত্রা...! এবার কি জাঁকিয়ে শীত কলকাতায়?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
West Bengal Winter Update: গত সপ্তাহেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। আবহাওয়াবিদরা বলছেন, এই ঘূর্ণিঝড় দেশের শীতের পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন এনেছে।
advertisement
advertisement
advertisement
লা নিনার ফলে প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে--আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দীপাবলির পর এক সপ্তাহ সকাল-সন্ধ্যায় গোলাপি ঠান্ডা অনুভূত হবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে শীতের দ্রুত বৃদ্ধির পর্ব শুরু হতে পারে। আইএমডি বলছে, লা নিনার কারণে এ বছর ভারতে প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে খুব সামান্য। জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের শুষ্ক আমেজ শুরু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ও শীতের মরসুম টের পাওয়া যাবে।
advertisement
জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে শীতের আমেজ আসবে ধীরে ধীরে। তাপমাত্রার কমতে শুরু করেছে আগে থেকেই।
advertisement
কলকাতায় শীতের শুরু কবে ? শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতায়ও। উত্তরের হাওয়া এসে বাতাস থেকে টেনে নিয়ে যাচ্ছে জলীয় বাষ্প। আরও কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সম্ভাবনা খুব সামান্যই। তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু।
advertisement