নয়াদিল্রি: এবারের গরমে মালুম পাবে গোটা দেশ অন্তত শীত বিদায় নিতে না নিতেই রাজ্যে রাজ্যে আবহাওয়ার যা খেল শুরু হয়েছে তাতে পরিস্থিতি নিঃসন্দেহে ভয় দেখাতে শুরু করেছে। আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও সেটা গড়ে ৩- ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা যাচ্ছে৷
মৌসম ভবনের পূর্বাভাস বলছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটতে চলেছে, যার কারণে পার্বত্য রাজ্যগুলির আবহাওয়া বদলে যাবে দ্রুত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে, ২৫ এবং ২৬ শে ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে অন্যদিকে ২৬ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷
আপেক্ষিক আর্দ্রতার কারণে পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে গেছে। সাকলও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকলেও দিনের বেলা ভালরকম গরম অনুভূত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার জেরে হিমাচল প্রদেশ-সহ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। এ ছাড়া পাদদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।