হোম » ছবি » দেশ » কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

  • 19

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    নয়াদিল্রি: এবারের গরমে মালুম পাবে গোটা দেশ অন্তত  শীত  বিদায় নিতে না নিতেই রাজ্যে রাজ্যে আবহাওয়ার যা খেল শুরু হয়েছে তাতে পরিস্থিতি নিঃসন্দেহে ভয় দেখাতে শুরু করেছে। আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে  দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে  ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও সেটা গড়ে ৩- ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা যাচ্ছে৷

    MORE
    GALLERIES

  • 29

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    কিন্তু তারইমধ্যে সকালে বেশিরভাগ রাজ্যেই আকাশ কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে।  আইএমডি-র পূর্বাভাস অনুযায়ি  অসম, মেঘালয়, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা ,মধ্যপ্রদেশের কিছু অংশ ও রাজস্থানের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে  তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।

    MORE
    GALLERIES

  • 39

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, ওড়িশা, হরিয়ানা, রাজস্থান , মধ্যপ্রদেশ,বিদর্ভ, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ সর্বত্র সর্বোচ্চ তাপামত্রাও স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে৷

    MORE
    GALLERIES

  • 49

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    এদিকে নতুন করে তৈরি হওয়া পশ্চিমি ঝঞ্ঝার জেরে ফের একবার বৃষ্টির চোখ রাঙানি একাধিক রাজ্যে৷  অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা জারি।  আইএমডি ওয়েদার আপডেটে বলা হয়েছে একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে৷

    MORE
    GALLERIES

  • 59

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    মৌসম ভবনের পূর্বাভাস বলছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটতে চলেছে, যার কারণে পার্বত্য রাজ্যগুলির আবহাওয়া বদলে যাবে দ্রুত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে, ২৫ এবং ২৬ শে ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে অন্যদিকে ২৬ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।  পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷

    MORE
    GALLERIES

  • 69

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল বেলায় অংশত মেঘলা হালকা খুব সামাণ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হলেও রাত্রে ফের একবার মেঘলা আকাশ ও ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷।

    MORE
    GALLERIES

  • 79

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনভূত হব৷ এদিকে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও বেশ খানিকটা এক লাফে বেড়ে গেছে।

    MORE
    GALLERIES

  • 89

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    গত ২৪ ঘণ্টার আবহাওয়া: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে। প্রতীকী ছবি

    MORE
    GALLERIES

  • 99

    IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

    আপেক্ষিক আর্দ্রতার কারণে  পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে গেছে।  সাকলও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকলেও দিনের বেলা ভালরকম গরম অনুভূত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার জেরে হিমাচল প্রদেশ-সহ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। এ ছাড়া পাদদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    MORE
    GALLERIES