Cyclonic Circulation IMD: দেশের দুই প্রান্তে ঘূর্ণাবর্তের জের! ১৮ রাজ্যে দোলের আনন্দ নষ্ট করবে বৃষ্টি? কী অবস্থা হবে বাংলার?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে হোলির দিনেই ভিজতে চলেছে ভারতের বেশ কিছু রাজ্যে।
দোলের আনন্দ মাটি করতে দিতে পারে বৃষ্টি ? এমনটাই আভাস আইএমডি-র রিপোর্টে। দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে হোলির দিনেই ভিজতে চলেছে ভারতের বেশ কিছু রাজ্যে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement
দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানিয়েছে । ১০ থেকে ১৫ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হবে। পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও, পাঞ্জাব এবং হরিয়ানাতেও ১২ এবং ১৩ মার্চ বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজস্থানে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারেজম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের পূর্বাভাস এবং তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে পাঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে বৃষ্টি হবে । ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশেও। (প্রতীকী ছবি)
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দোল উৎসবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে । বেলার দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরো বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে রাজ্য জুড়ে । জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় মনোরম আবহাওয়া। বেলা বাড়লে দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে। (প্রতীকী ছবি)