Cyclonic Circulation IMD: দেশের দুই প্রান্তে ঘূর্ণাবর্তের জের! ১৮ রাজ্যে দোলের আনন্দ নষ্ট করবে বৃষ্টি? কী অবস্থা হবে বাংলার?

Last Updated:
আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে হোলির দিনেই ভিজতে চলেছে ভারতের বেশ কিছু রাজ্যে।
1/6
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় সকালের দিকে হালকা কুয়াশা। তারপর চড়া রোদ। রোদের তাপে দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মত এই জেলাতেও প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ১২ মার্চ বুধবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
দোলের আনন্দ মাটি করতে দিতে পারে বৃষ্টি ? এমনটাই আভাস আইএমডি-র রিপোর্টে। দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে হোলির দিনেই ভিজতে চলেছে ভারতের বেশ কিছু রাজ্যে। (প্রতীকী ছবি)
advertisement
2/6
*সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও উর্ধ্বমুখী হবে। তবে হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় সকাল ও সন্ধ্যের দিকে মনোরম আবহাওয়া থাকবে। ফাইল ছবি।
দুটি পৃথক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইরাকে এবং বাংলাদেশে । এই বছর ভারতে বসন্তে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। এই ঘূর্ণাবর্তগুলি আর্দ্রতা-সমৃদ্ধ বাতাস বয়ে আনছে । যার ফলে বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
3/6
 আইএমডির পূর্বাভাস বলছে, উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে বিহার এবং পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। মঙ্গলবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে বিভিন্ন জেলায়। ১৫ মার্চ, শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। (প্রতীকী ছবি)
আইএমডির পূর্বাভাস বলছে, উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে বিহার এবং পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। মঙ্গলবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে বিভিন্ন জেলায়। ১৫ মার্চ, শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। (প্রতীকী ছবি)
advertisement
4/6
 দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানিয়েছে । ১০ থেকে ১৫ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হবে। পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও, পাঞ্জাব এবং হরিয়ানাতেও ১২ এবং ১৩ মার্চ বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজস্থানে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। (প্রতীকী ছবি)
দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানিয়েছে । ১০ থেকে ১৫ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হবে। পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও, পাঞ্জাব এবং হরিয়ানাতেও ১২ এবং ১৩ মার্চ বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজস্থানে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
*মার্চ মাসেই আবহাওয়ার চরম রিপোর্ট! এখন থেকেই তাপমাত্রার পারদ হু হু করে বাড়ছে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রতিদিনই বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ আগামী দু-তিন দিনের মধ্যেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারেজম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের পূর্বাভাস এবং তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে পাঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে বৃষ্টি হবে । ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশেও। (প্রতীকী ছবি)
advertisement
6/6
প্রাক বসন্ত উৎসবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বসন্ত উৎসবের আগে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং-সহ উপরের চার-পাঁচ জেলায়। আপাতত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। আপাতত চার পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দোল উৎসবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে । বেলার দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরো বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে রাজ্য জুড়ে । জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় মনোরম আবহাওয়া। বেলা বাড়লে দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement