IMD Heavy Rain Alert || Latest Weather: ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা বাংলা-সহ একাধিক রাজ্যে! আবহাওয়ার Mega আপডেট...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Heavy Rain Alert || Latest Weather: আগামী ৫ দিনে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দফতর, আই এম ডি। বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী পাঁচদিন ধরেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বজ্রঝড়ের কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ভারত, উত্তর ভারত এবং মধ্য পশ্চিম ভারতের অনেক এলাকায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা করা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, যা ১৪ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
advertisement
advertisement
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, গোয়া, উপকূলীয় কর্ণাটক, সৌরাষ্ট্র, কচ্ছ এবং বিদর্ভ এলাকায় তাপমাত্রা বাড়ছে। পারদ ৩৭-৩৯ ডিগ্রির আশেপাশে থাকবে এই এলাকাগুলিতে। গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির মধ্যে থাকছে। এছাড়া জম্মু, উপকূলীয় কর্ণাটক এবং গোয়ার মতো কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা গড়ের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায়।
advertisement
পঞ্জাব, কেরালা, কোঙ্কন, গুজরাত, দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে গড় তাপমাত্রার চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ এবং আরও কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।
advertisement
আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা বলেছে, উত্তর-পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, দক্ষিণ উত্তর প্রদেশে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আগামী ২ দিন বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement