IMD on Cyclone: পুজোর আগেই সাইক্লোনের আতঙ্ক! ‘এখনই গুজবে বিশ্বাস করবেন না’, বিবৃতি জারি করল IMD
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
IMD on Cyclone: অক্টোবর মাসটিকে ওড়িশায় ঘূর্ণিঝড়ের সময় হিসাবে চিহ্নিত করা হলেও, আইএমডি এখনও পর্যন্ত এমন কোনও পূর্বাভাস দেয়নি। আইএমডি ১০টি আলাদা আলাদা আবহাওয়ার পূর্বাভাসের মডেল নিয়ে আলোচনা করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
মৃত্যুঞ্জয় মহাপাত্র ভারতের ‘সাইক্লোন ম্যান’ হিসাবে পরিচিত, তিনি নিজেই পরামর্শ দিয়েছেন যেন কেউ গুজবে বিশ্বাস না করেন। তিনি বলেন, ‘‘আমরা বঙ্গোপসাগরে সম্ভাব্য সিস্টেম তৈরির উপর নজর রাখছি এবং যখনই স্পষ্ট করে জানা যাবে, সব জানিয়ে দেওয়া হবে।’’ এদিকে, শুক্রবার আইএমডি পূর্বাভাস দিয়েছে ওড়িশার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হবে।