মাঠের মধ্যে থাকা এই টিউবওয়েল পাম্প করতেই চক্ষু চরকগাছ পুলিশের, জল তো নয় হুড়মুড়িয়ে যা বার হল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কে জানত টিউবওয়েল টিপলে জল না বেরিয়ে, এই জিনিস বেরোবে...
বেআইনি কাজের নানারকম ধরণ হয়, সব সময়ে তা সহজে ধরাও পড়ে না৷ অনেক সময়েই আইনের ফাঁক থেকে বাঁচার জন্যবিভিন্ন মানুষ এমন সব পদ্ধতি নেন যা দেখে চমকে যান সকলেই এমনকি নিয়মের রক্ষাকর্তা অর্থাৎ পুলিশদের চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড়৷ এই রকম এক আজব পদ্ধতিতে বেআইনি কাজ করার ঘটনা সামনে আসায় চাঞ্চল্য৷ গ্রামের দিকে বিভিন্ন জায়গায় এখনও হ্যান্ড পাম্প বা টিউবওয়েল বড় ভরসা৷ Photo- Representative
advertisement
ঝাঁসিতে জলের বদলে টিউব ওয়েল টিপলে হুড়হুড়িয়ে উঠে আসছে মদ৷ বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামে এসেছিল পুলিশ। পুলিশের হাত থেকে নিজেদের মদের ভাণ্ডার লুকিয়ে রাখতে আজব এক পদ্ধতি নিয়েছিল বেআইনি মদের ব্যবসাকারীরা৷ তারা মাটির কয়েক ফুট নিচে ড্রামে লুকিয়ে রেখেছিল অবৈধ মদ উদ্ধার করে পুলিশ ও আবগারি দফতর। এ বার মদের হ্যান্ডপাম্প বা টিউব খুঁজতে বুলডোজার নিয়ে চলে এল পুলিশ ও আবগারি দফতরকে।
advertisement
মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ ও আবগারি দফতরের দল যৌথভাবে অবৈধ মদের ঠেকে হানা দেয়৷ এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া নষ্ট করে। পুলিশ অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ দীর্ঘদিন ধরে অবৈধ মদের আড্ডায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু কিছুতেই মদের সেই ভাণ্ডারের খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ অনেক খোঁজাখুঁজি করে পাশের এক মাঠে মাটিতে পুঁতে রাখা একের পর এক মদের ড্রাম উদ্ধার করা হয়। Photo- Representative
advertisement
advertisement
মাটির নিচে পুঁতে রাখা কয়েকটি ড্রাম থেকে ৫০০ লিটার অবৈধ মদ বের করে বাজেয়াপ্ত করা হয়। পরগনা গ্রামের কবুতর ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতরের দল। পুলিশ প্রায় 3 হাজার লিটার মদ নষ্ট করে দিয়েছে৷ এছাড়াও ৫০০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করেছে৷ বিষয়টি সম্পর্কে আবগারি দফতরের ইনচার্জ ইন্সপেক্টর অশোক রাম জানিয়েছেন যে হ্যান্ডপাম্প থেকে জল তোলা হয় সেই একই টিউবওয়েল থেকে মদ ওঠার ঘটনাতে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ Photo- Representative