মাঠের মধ্যে থাকা এই টিউবওয়েল পাম্প করতেই চক্ষু চরকগাছ পুলিশের, জল তো নয় হুড়মুড়িয়ে যা বার হল

Last Updated:
কে জানত টিউবওয়েল টিপলে জল না বেরিয়ে, এই জিনিস বেরোবে...
1/5
বেআইনি কাজের নানারকম ধরণ হয়, সব সময়ে তা সহজে ধরাও পড়ে না৷ অনেক সময়েই আইনের ফাঁক থেকে বাঁচার জন্যবিভিন্ন মানুষ এমন সব পদ্ধতি নেন যা দেখে চমকে যান সকলেই এমনকি নিয়মের রক্ষাকর্তা অর্থাৎ পুলিশদের চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড়৷ এই রকম  এক আজব পদ্ধতিতে বেআইনি কাজ করার ঘটনা সামনে আসায় চাঞ্চল্য৷ গ্রামের দিকে বিভিন্ন জায়গায় এখনও হ্যান্ড পাম্প বা টিউবওয়েল বড় ভরসা৷ Photo- Representative
বেআইনি কাজের নানারকম ধরণ হয়, সব সময়ে তা সহজে ধরাও পড়ে না৷ অনেক সময়েই আইনের ফাঁক থেকে বাঁচার জন্যবিভিন্ন মানুষ এমন সব পদ্ধতি নেন যা দেখে চমকে যান সকলেই এমনকি নিয়মের রক্ষাকর্তা অর্থাৎ পুলিশদের চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড়৷ এই রকম  এক আজব পদ্ধতিতে বেআইনি কাজ করার ঘটনা সামনে আসায় চাঞ্চল্য৷ গ্রামের দিকে বিভিন্ন জায়গায় এখনও হ্যান্ড পাম্প বা টিউবওয়েল বড় ভরসা৷ Photo- Representative
advertisement
2/5
ঝাঁসিতে জলের বদলে টিউব ওয়েল টিপলে হুড়হুড়িয়ে উঠে আসছে মদ৷  বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামে এসেছিল পুলিশ। পুলিশের হাত থেকে নিজেদের মদের ভাণ্ডার লুকিয়ে রাখতে আজব এক পদ্ধতি নিয়েছিল বেআইনি মদের ব্যবসাকারীরা৷ তারা মাটির কয়েক ফুট নিচে  ড্রামে লুকিয়ে রেখেছিল অবৈধ মদ উদ্ধার করে পুলিশ ও আবগারি দফতর। এ বার মদের হ্যান্ডপাম্প বা টিউব  খুঁজতে বুলডোজার নিয়ে চলে এল পুলিশ ও আবগারি দফতরকে। 
ঝাঁসিতে জলের বদলে টিউব ওয়েল টিপলে হুড়হুড়িয়ে উঠে আসছে মদ৷  বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামে এসেছিল পুলিশ। পুলিশের হাত থেকে নিজেদের মদের ভাণ্ডার লুকিয়ে রাখতে আজব এক পদ্ধতি নিয়েছিল বেআইনি মদের ব্যবসাকারীরা৷ তারা মাটির কয়েক ফুট নিচে  ড্রামে লুকিয়ে রেখেছিল অবৈধ মদ উদ্ধার করে পুলিশ ও আবগারি দফতর। এ বার মদের হ্যান্ডপাম্প বা টিউব  খুঁজতে বুলডোজার নিয়ে চলে এল পুলিশ ও আবগারি দফতরকে। 
advertisement
3/5
মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ ও আবগারি দফতরের দল যৌথভাবে অবৈধ মদের ঠেকে হানা দেয়৷  এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া নষ্ট করে। পুলিশ অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ দীর্ঘদিন ধরে অবৈধ মদের আড্ডায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু কিছুতেই মদের সেই ভাণ্ডারের খোঁজ পাওয়া যাচ্ছিল না৷  অনেক খোঁজাখুঁজি করে পাশের এক মাঠে মাটিতে পুঁতে রাখা একের পর এক মদের ড্রাম উদ্ধার করা হয়। Photo- Representative
মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ ও আবগারি দফতরের দল যৌথভাবে অবৈধ মদের ঠেকে হানা দেয়৷  এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া নষ্ট করে। পুলিশ অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ দীর্ঘদিন ধরে অবৈধ মদের আড্ডায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু কিছুতেই মদের সেই ভাণ্ডারের খোঁজ পাওয়া যাচ্ছিল না৷  অনেক খোঁজাখুঁজি করে পাশের এক মাঠে মাটিতে পুঁতে রাখা একের পর এক মদের ড্রাম উদ্ধার করা হয়। Photo- Representative
advertisement
4/5
অভিযান চলাকালে পুলিশ টিউবওয়েলটি পাম্প করতে শুরু করলে সেখান থেকে জলের বদলে হুড়হুড়িয়ে মদের স্রোত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখান  থেকে কয়েকশ লিটার অবৈধ মদ বের করে পুলিশ। Photo- Representative
অভিযান চলাকালে পুলিশ টিউবওয়েলটি পাম্প করতে শুরু করলে সেখান থেকে জলের বদলে হুড়হুড়িয়ে মদের স্রোত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখান  থেকে কয়েকশ লিটার অবৈধ মদ বের করে পুলিশ। Photo- Representative
advertisement
5/5
মাটির নিচে পুঁতে রাখা কয়েকটি ড্রাম থেকে ৫০০ লিটার অবৈধ মদ বের করে বাজেয়াপ্ত করা হয়। পরগনা গ্রামের কবুতর ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতরের দল। পুলিশ প্রায় 3 হাজার লিটার মদ নষ্ট করে দিয়েছে৷ এছাড়াও ৫০০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করেছে৷   বিষয়টি সম্পর্কে আবগারি দফতরের ইনচার্জ ইন্সপেক্টর অশোক রাম জানিয়েছেন যে হ্যান্ডপাম্প থেকে জল তোলা হয় সেই একই টিউবওয়েল থেকে মদ ওঠার ঘটনাতে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ Photo- Representative
মাটির নিচে পুঁতে রাখা কয়েকটি ড্রাম থেকে ৫০০ লিটার অবৈধ মদ বের করে বাজেয়াপ্ত করা হয়। পরগনা গ্রামের কবুতর ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতরের দল। পুলিশ প্রায় 3 হাজার লিটার মদ নষ্ট করে দিয়েছে৷ এছাড়াও ৫০০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করেছে৷   বিষয়টি সম্পর্কে আবগারি দফতরের ইনচার্জ ইন্সপেক্টর অশোক রাম জানিয়েছেন যে হ্যান্ডপাম্প থেকে জল তোলা হয় সেই একই টিউবওয়েল থেকে মদ ওঠার ঘটনাতে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement