দারুণ খবর! বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা, ৩,০০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী IKEA

Last Updated:
1/6
আগামী ৩ বছরে ভারতে প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সুইডেনের গৃহ আসবাব নির্মাণকারী সংস্থা আইকিয়া ।  ইতিমধ্যেই হায়দ্রাবাদে তাঁদের নিজস্ব স্টোর খুলেছে আইকিয়া । (photo: collected)
আগামী ৩ বছরে ভারতে প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সুইডেনের গৃহ আসবাব নির্মাণকারী সংস্থা আইকিয়া । ইতিমধ্যেই হায়দ্রাবাদে তাঁদের নিজস্ব স্টোর খুলেছে আইকিয়া । (photo: collected)
advertisement
2/6
হায়দ্রাবাদ ছাড়াও ভারতের অন্যান্য শহরেও বেশ কয়েকটি স্টোর খুলবে এই সংস্থা যার ফলে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে । আগামী বছরের মধ্যেই  ভারতে তাদের দ্বিতীয় স্টোর খুলতে চলেছে এই সংস্থা । (photo: collected)
হায়দ্রাবাদ ছাড়াও ভারতের অন্যান্য শহরেও বেশ কয়েকটি স্টোর খুলবে এই সংস্থা যার ফলে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে । আগামী বছরের মধ্যেই ভারতে তাদের দ্বিতীয় স্টোর খুলতে চলেছে এই সংস্থা । (photo: collected)
advertisement
3/6
মুম্বই-এ খোলা হবে এই দ্বিতীয় স্টোরটি । এছাড়াও ১১ অক্টোবর থেকে বেঙ্গালুরুর শোরুমের কাজও শুরু হতে চলেছে । এছাড়াও প্রচুর সংখ্যক ফুলফিলমেন্ট সেন্টারও খুলবে আইকিয়া । (photo: collected)
মুম্বই-এ খোলা হবে এই দ্বিতীয় স্টোরটি । এছাড়াও ১১ অক্টোবর থেকে বেঙ্গালুরুর শোরুমের কাজও শুরু হতে চলেছে । এছাড়াও প্রচুর সংখ্যক ফুলফিলমেন্ট সেন্টারও খুলবে আইকিয়া । (photo: collected)
advertisement
4/6
আইকিয়ার ভারতীয় শাখার ডেপুটি ম্যানেজার প্রতীক অ্যান্টনি জানিয়েছেন এই শহরগুলির পাশাপাশি নয়াদিল্লিতেও একটি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের । ২০২৫ সালের মধ্যে এদেশে অন্তত ২০ থেকে ২৫টি স্টোর খোলার লক্ষ স্থির করেছে আইকিয়া । (photo: collected)
আইকিয়ার ভারতীয় শাখার ডেপুটি ম্যানেজার প্রতীক অ্যান্টনি জানিয়েছেন এই শহরগুলির পাশাপাশি নয়াদিল্লিতেও একটি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের । ২০২৫ সালের মধ্যে এদেশে অন্তত ২০ থেকে ২৫টি স্টোর খোলার লক্ষ স্থির করেছে আইকিয়া । (photo: collected)
advertisement
5/6
আহমেদাবাদ, সুরাট, পুনে, চেন্নাই ও কলকাতা সহ আরও কয়েকটি শহরে স্টোর খোলার উদ্দেশ্য রয়েছে এই সংস্থার । বর্তমানে আইকিয়ার সরবরাহকারী সংস্থার সংখ্যা ৫০-এরও বেশি । (photo: collected)
আহমেদাবাদ, সুরাট, পুনে, চেন্নাই ও কলকাতা সহ আরও কয়েকটি শহরে স্টোর খোলার উদ্দেশ্য রয়েছে এই সংস্থার । বর্তমানে আইকিয়ার সরবরাহকারী সংস্থার সংখ্যা ৫০-এরও বেশি । (photo: collected)
advertisement
6/6
এ বছরের ৯ অগস্ট হায়দ্রাবাদ শহরে তাঁদের প্রথম স্টোরের সূচনা করেছিল আইকিয়া । প্রথম থেকেই বিপুল জনপ্রিয় হয়েছে সেই স্টোর ও বিপুল ব্যবসার পরেই ভারতে এই বহুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইকিয়া ।  (photo: collected)
এ বছরের ৯ অগস্ট হায়দ্রাবাদ শহরে তাঁদের প্রথম স্টোরের সূচনা করেছিল আইকিয়া । প্রথম থেকেই বিপুল জনপ্রিয় হয়েছে সেই স্টোর ও বিপুল ব্যবসার পরেই ভারতে এই বহুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইকিয়া । (photo: collected)
advertisement
advertisement
advertisement