advertisement
ডিটিএইচ ও কেবল অপারেটর্সদের জন্য লাগু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের উপর টিভি চ্যানেল চাপিয়ে দেওয়া যাবে না ৷ বরং উপভোক্তাদের কাছে নিজের পছন্দের চ্যানেল বাছাই করার অপশন দেওয়া উচিৎ ৷ প্রত্যেক টিভি চ্যানেলে তার দাম লেখা থাকবে ৷ কেবল বা ডিটিএইট অপারেটর্স গ্রাহকদের থেকে ব্রডকাস্টারদের থেকে বেশি দাম নিতে পারবেন না ৷
advertisement
আপনাদের চ্যানেল বাছাইয়ে সাহায্য করার জন্য ট্রাই নিয়ে এসেছে webApp ৷ এর মাধ্যমে আপনি সহজেই দেখতে পাবেন কোন প্ল্যান আপনার জন্য বেস্ট ৷ এখানে চ্যানেলের মান্থলি প্যাক দেখারও সুযোগ রয়েছে ৷ এর জন্য https://channel.trai.gov.in/ ওয়েবসাইটে আপনাকে যেতে ৷ নীচে লেখা Get Started এ ক্লিক করলেই কয়েকটি প্রশ্ন করা হবে আপনাকে ৷ এখানে ব্যবহারকারীকে প্রথমে তার নাম, রাজ্য, ভাষা এই ধরনের প্রশ্ন করা হবে ৷
advertisement
ট্রাইয়ের নিয়ম লাগু হতেই আপনি কেবল সেই চ্যানেলের টাকা দেবেন যা আপনি দেখবেন ৷ নেটওয়ার্ক ক্যাপাসিটি চার্জ অনুযায়ী, সমস্ত উপভোক্তাকে ১৩০ টাকা দিতে হবে মাসে ৷ এর জন্য ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পাবেন উপভোক্তরা ৷ নেটওয়ার্ক ক্যাপাসিটি চার্জ ও চ্যানেলের বেস প্রাইজের উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে ৷