'কর্মরত অবস্থায় শহিদ হলেও কর্তব্যে গাফিলতি থাকলে বারংবার প্রশ্ন উঠবেই' : সুমিত্রা মহাজন
Last Updated:
মুম্বই হামলায় সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার সময় শহিদ হয়েছিলেন অ্যান্টি টেরোরিজন স্কোয়াড প্রধান হেমন্ত করকরের ।'আমার অভিশাপের জন্যই প্রাণ হারিয়েছেন তিনি', করকরে সম্পর্কে এহেন মন্তব্য করেছিলেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ও বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা । মালেগাঁও কাণ্ডের সময় পুলিশি হেফাজতে করকরে তাঁকে অত্যাচার করেছিলেন ও সেই কারণেই তাঁকে এই অভিশাপ দিয়েছিলেন প্রজ্ঞা, এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন বিজেপি প্রার্থী ।
advertisement
advertisement
advertisement