

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে IBPS ৷ আবেদন করুন শীঘ্র ৷


মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৷ এর মধ্যে অফিসার অ্যাসিস্ট্যান্টে শূন্য পদের সংখ্যা ৭৩৭৩ ৷ এছাড়া অফিসার পদে ৪৮৫৬, স্কেল ২ অফিসার পদে ১৭৪৬ এবং স্কেল ৩ অফিসার পদে ২০৭ জন কর্মীকে নিয়োগ করা হবে ৷


তিন পর্যায়ে এই কর্মী বাছাই প্রক্রিয়া চলবে ৷ প্রাথমিক ও মূল পরীক্ষার বাছাই পর্ব পেরিয়ে নির্বাচিত প্রার্থীরা পৌঁছবেন চুড়ান্ত পর্বে ৷ ইন্টারভিউ পর্যায় পার করেই চুড়ান্ত করা হবে নিয়োগ তালিকা ৷


IBPS RRB অফিসার স্কেল I: প্রাথমিক পরীক্ষার তারিখগুলি হল ০৩, ০৪ এবং ১১ অগাস্ট ২০১৯ IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্ট: প্রিলিমিনারি টেস্ট হবে ১৭,১৮ এবং ২৫ অগাস্ট IBPS RRB মুখ্য আধিকারিক (I,II এবং III)-এর অনলাইন পরীক্ষা হবে ২২ সেপ্টেম্বর, ২০১৯ IBPS RRB কার্যালয় সহায়ক পদের অনলাইন পরীক্ষা ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ৷(ছবি: সংগৃহীত)


উক্ত পদগুলিকে আবেদনের জন্য বয়সসীমা পদ ভেদে ভিন্ন ৷ অফিসার স্কেল-III এবং অফিসার স্কেল- II পদে আবেদনের জন্য বয়সের ন্যূনতম সীমা রাখা হয়েছে ২১ বছর ৷ অফিসার স্কেল-III-এর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ এবং অফিসার স্কেল- II পদে বয়সের উর্ধ্বসীমা ৩২ ৷


অফিসার স্কেল I পদে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছরের চাকরিপ্রার্থীরা ৷ অফিস অ্যাসিসন্ট্যান্ট পদে আবেদনের বয়সসীমা ২৮ বছর ৷ (ছবি: সংগৃহীত)