IAS Pari Bishnoi: স্বপ্নপূরণের গল্প, পুত্র নয় কন্যা সন্তানের জন্ম! ঘরে বাইরে বাবা-মা নাজেহাল, মেয়ে সমস্ত কিছুকে জয় করে মুছিয়েছেন জননীর চোখের জল

Last Updated:
IAS Pari Bishnoi: কোটি কোটি নারীর অনুপ্রেরণা, প্রমাণ করেছেন তিনিই সেই মেয়ে, কোনও রাজকুমারী নন, বাবা-মায়ের চোখের তারা আকাশের পরী
1/9
তিন বোন কোনও ভাই না থাকার কারণে নানান কথা শুনতে হয়েছে, রাজস্থানের এই মেয়ে আজ জীবনের সমস্ত যুদ্ধেই জয়ী ৷ আজ আইএএস হয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
তিন বোন কোনও ভাই না থাকার কারণে নানান কথা শুনতে হয়েছে, রাজস্থানের এই মেয়ে আজ জীবনের সমস্ত যুদ্ধেই জয়ী ৷ আজ আইএএস হয়েছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/9
বর্তমানে সিকিমের গ্যাংটকের এসডিএম পদে কর্মরত ৷ আজ শুনুন এই লড়াকু মেয়ের গল্প যাঁর নাম হল আইএএস পরী বিষ্ণৌই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
বর্তমানে সিকিমের গ্যাংটকের এসডিএম পদে কর্মরত ৷ আজ শুনুন এই লড়াকু মেয়ের গল্প যাঁর নাম হল আইএএস পরী বিষ্ণৌই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
পরী আসলে রাজস্থানের বীকানেরের বাসিন্দা ৷ বাবা পেশায় আইনজীবী ও মা পুলিশ আধিকারিক ৷ পরীর দাদা গ্রামের পঞ্চায়েত প্রধান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
পরী আসলে রাজস্থানের বীকানেরের বাসিন্দা ৷ বাবা পেশায় আইনজীবী ও মা পুলিশ আধিকারিক ৷ পরীর দাদা গ্রামের পঞ্চায়েত প্রধান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/9
আইএএস পরী বিষ্ণৌই তাঁদের বিষ্ণৌই সমাজের প্রথম মহিলা আইএএস ৷ পরী বিষ্ণৌই দুই বোন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আইএএস পরী বিষ্ণৌই তাঁদের বিষ্ণৌই সমাজের প্রথম মহিলা আইএএস ৷ পরী বিষ্ণৌই দুই বোন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/9
আইএএস পরী বিষ্ণৌই খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ তিনি হরিয়ানার প্রাক্তন বিধায়ক চৌধুরী ভজনলালের নাতি বিধায়ক কুলদীপ বিষ্ণৌইয়ের ছেলে ভব্য বিষ্ণৌই হিসারের আদমপুর বিধানসভার বিজেপি বিধায়ক ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আইএএস পরী বিষ্ণৌই খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ তিনি হরিয়ানার প্রাক্তন বিধায়ক চৌধুরী ভজনলালের নাতি বিধায়ক কুলদীপ বিষ্ণৌইয়ের ছেলে ভব্য বিষ্ণৌই হিসারের আদমপুর বিধানসভার বিজেপি বিধায়ক ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/9
আইএএস পরী বিষ্ণৌই লেখাপড়া করেছেন সেন্ট মেরিজ কনভেন্ট স্কুলে লেখাপড়া করেছেন ৷ তারপরেই দিল্লিতে গিয়েছিলেন সেখানে ইন্দ্রপ্রস্থ বিদ্যালয়ে অ্যাডমিশন নেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আইএএস পরী বিষ্ণৌই লেখাপড়া করেছেন সেন্ট মেরিজ কনভেন্ট স্কুলে লেখাপড়া করেছেন ৷ তারপরেই দিল্লিতে গিয়েছিলেন সেখানে ইন্দ্রপ্রস্থ বিদ্যালয়ে অ্যাডমিশন নেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/9
আইএএস পরী বিষ্ণৌই ছোটবেলা থেকেই লেখাপড়ায় অত্যন্ত ভাল ছিলেন ৷ তিনি ইউপিএসসি পরীক্ষায় বসার আগে নেট জেআরএফ পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আইএএস পরী বিষ্ণৌই ছোটবেলা থেকেই লেখাপড়ায় অত্যন্ত ভাল ছিলেন ৷ তিনি ইউপিএসসি পরীক্ষায় বসার আগে নেট জেআরএফ পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/9
সুযোগ ছিল অধ্যাপনা করার সুযোগ ছিল কিন্তু আইএএস হওয়ার জন্যই ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতে ৩০ র‍্যাঙ্ক করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সুযোগ ছিল অধ্যাপনা করার সুযোগ ছিল কিন্তু আইএএস হওয়ার জন্যই ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতে ৩০ র‍্যাঙ্ক করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
9/9
সেই পরীই জানিয়েছিলেন তাঁর ভাই না হওয়ায় পাড়া পড়শি-সহ আত্মীয়স্বজনেরা কিন্তু সেই মেয়েই আজ পৃথিবীর সামনে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সেই পরীই জানিয়েছিলেন তাঁর ভাই না হওয়ায় পাড়া পড়শি-সহ আত্মীয়স্বজনেরা কিন্তু সেই মেয়েই আজ পৃথিবীর সামনে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement