'ভারতে গেলে গণপিটুনিতে মরে যাবো,' নীরব-মেল ED-র কাছে!
Last Updated:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি একটি দীর্ঘ চিঠি ই-মেল করেছেন ইডি-কে৷ সেই চিঠিতে ভারতে তাঁর প্রাণহানীর আশঙ্কাই ব্যক্ত করেছেন নীরব৷ কিন্তু ঠিক কোথা থেকে মেলটি পাঠিয়েছেন নীরব, তা এখনও জানা যায়নি৷
advertisement
নীরব লিখেছেন, ভারতে তাঁর প্রাক্তন কর্মীরা মাইনে পাননি, অফিস ও জমির মালিক ভাড়া পাননি, তাঁর দোকান থেকে কেনা গয়না সিবিআই বাজেয়াপ্ত করেছে, ফলে ক্রেতারাও ক্ষুব্ধ এছাড়াও এজেন্সি ও প্রচুর মানুষ তাঁর উপর মারাত্মক চোটে৷ তাই ভারতে ঢুকলেই তাঁকে পিটিয়ে মেরে দেওয়া হবে৷ নীরব লিখছেন, 'ভারতে একের পর এক গণপিটুনির ঘটনায় আমি ভীত৷'
advertisement
advertisement
advertisement