'ভারতে গেলে গণপিটুনিতে মরে যাবো,' নীরব-মেল ED-র কাছে!

Last Updated:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি একটি দীর্ঘ চিঠি ই-মেল করেছেন ইডি-কে৷ সেই চিঠিতে ভারতে তাঁর প্রাণহানীর আশঙ্কাই ব্যক্ত করেছেন নীরব৷ কিন্ত‌ু ঠিক কোথা থেকে মেলটি পাঠিয়েছেন নীরব, তা এখনও জানা যায়নি৷
1/5
অবশেষে সাড়া দিলেন পিএনবি জালিয়াত হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে মেল করে নীরব মোদি জানালেন, ভারতে তিনি ফিরতে পারবেন না৷ পিটিয়ে মেরে দেওয়া হবে তাঁকে৷
অবশেষে সাড়া দিলেন পিএনবি জালিয়াত হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে মেল করে নীরব মোদি জানালেন, ভারতে তিনি ফিরতে পারবেন না৷ পিটিয়ে মেরে দেওয়া হবে তাঁকে৷
advertisement
2/5
নীরব লিখেছেন, ভারতে তাঁর প্রাক্তন কর্মীরা মাইনে পাননি, অফিস ও জমির মালিক ভাড়া পাননি, তাঁর দোকান থেকে কেনা গয়না সিবিআই বাজেয়াপ্ত করেছে, ফলে ক্রেতারাও ক্ষুব্ধ এছাড়াও এজেন্সি ও প্রচুর মানুষ তাঁর উপর মারাত্মক চোটে৷ তাই ভারতে ঢুকলেই তাঁকে পিটিয়ে মেরে দেওয়া হবে৷ নীরব লিখছেন, 'ভারতে একের পর এক গণপিটুনির ঘটনায় আমি ভীত৷'
নীরব লিখেছেন, ভারতে তাঁর প্রাক্তন কর্মীরা মাইনে পাননি, অফিস ও জমির মালিক ভাড়া পাননি, তাঁর দোকান থেকে কেনা গয়না সিবিআই বাজেয়াপ্ত করেছে, ফলে ক্রেতারাও ক্ষুব্ধ এছাড়াও এজেন্সি ও প্রচুর মানুষ তাঁর উপর মারাত্মক চোটে৷ তাই ভারতে ঢুকলেই তাঁকে পিটিয়ে মেরে দেওয়া হবে৷ নীরব লিখছেন, 'ভারতে একের পর এক গণপিটুনির ঘটনায় আমি ভীত৷'
advertisement
3/5
এর আগে জুলাইয়ে নীরব মোদির কাকা মেহুল চোকসিও গণপিটুনির ঘটনায় আশঙ্কা জানিয়ে তদন্তকারী সংস্থাকে চিঠিতে জানিয়েছিলেন, ভারতের গণপিটুনিতে তিনি ভীত৷ গণপিটুনির ভয়েই তিনি ভারতে আসছেন না৷
এর আগে জুলাইয়ে নীরব মোদির কাকা মেহুল চোকসিও গণপিটুনির ঘটনায় আশঙ্কা জানিয়ে তদন্তকারী সংস্থাকে চিঠিতে জানিয়েছিলেন, ভারতের গণপিটুনিতে তিনি ভীত৷ গণপিটুনির ভয়েই তিনি ভারতে আসছেন না৷
advertisement
4/5
নীরব মোদির শেষ অবস্থান জানা গিয়েছে লন্ডনে৷ গত সেপ্টেম্বর থেকে তাঁর প্রত্যর্পণ আবেদন পড়ে রয়েছে ব্রিটেন কর্তৃপক্ষের কাছে৷
নীরব মোদির শেষ অবস্থান জানা গিয়েছে লন্ডনে৷ গত সেপ্টেম্বর থেকে তাঁর প্রত্যর্পণ আবেদন পড়ে রয়েছে ব্রিটেন কর্তৃপক্ষের কাছে৷
advertisement
5/5
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি একটি দীর্ঘ চিঠি ই-মেল করেছেন ইডি-কে৷ সেই চিঠিতে ভারতে তাঁর প্রাণহানীর আশঙ্কাই ব্যক্ত করেছেন নীরব৷ কিন্ত‌ু ঠিক কোথা থেকে মেলটি পাঠিয়েছেন নীরব, তা এখনও জানা যায়নি৷
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি একটি দীর্ঘ চিঠি ই-মেল করেছেন ইডি-কে৷ সেই চিঠিতে ভারতে তাঁর প্রাণহানীর আশঙ্কাই ব্যক্ত করেছেন নীরব৷ কিন্ত‌ু ঠিক কোথা থেকে মেলটি পাঠিয়েছেন নীরব, তা এখনও জানা যায়নি৷
advertisement
advertisement
advertisement