'আমি নেব ওকে!' 'না, আমি!' এক স্ত্রীকে নিয়ে কাড়াকাড়ি ২ স্বামীর! চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:
Husband-Wife Strange Marriage: দুই স্বামীই চান এই মহিলাকে! স্ত্রীকে ফিরে পেতে পুলিশের সাহায্য চাইছেন তাঁরা। পুলিশ এখন ওই তরুণীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
1/6
দু'মাসের মধ্যে ২ বার বিয়ে করেছেন এই তরুণী! প্রথম স্বামী হঠাৎ দেখলেন স্ত্রী নিখোঁজ। এর পরেই পুলিশে খবর দেন। পুলিশ সেই তরুণীকে খুঁজতে গিয়ে দেখলেন তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই ঘটনার পরেই তোলপাড়!
দু'মাসের মধ্যে ২ বার বিয়ে করেছেন এই তরুণী! প্রথম স্বামী হঠাৎ দেখলেন স্ত্রী নিখোঁজ। এর পরেই পুলিশে খবর দেন। পুলিশ সেই তরুণীকে খুঁজতে গিয়ে দেখলেন তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই ঘটনার পরেই তোলপাড়!
advertisement
2/6
দুই স্বামীই চান এই মহিলাকে! স্ত্রীকে ফিরে পেতে পুলিশের সাহায্য চাইছেন তাঁরা। পুলিশ এখন ওই তরুণীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বলছে, এ ঘটনায় যে তথ্য-প্রমাণ আসবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই স্বামীই চান এই মহিলাকে! স্ত্রীকে ফিরে পেতে পুলিশের সাহায্য চাইছেন তাঁরা। পুলিশ এখন ওই তরুণীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বলছে, এ ঘটনায় যে তথ্য-প্রমাণ আসবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
3/6
মধ্যপ্রদেশের বালাঘাটের ঘটনা। ২৪ বছর বয়সি এই মহিলার নাম জ্যোতি নাগপুর। মেয়েটিকে খুঁজতে গিয়ে পুলিশ দেখে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন! রোহিত উপবংশীর সঙ্গে তাঁর প্রথমে কোর্ট ম্যারেজ হয়েছিল। দু'মাস পরে, রাহুল বর্দ নামে আর এক যুবকের সঙ্গে তাঁর কোর্ট ম্যারেজ হয়। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন রোহিত উপবংশী তাঁর স্ত্রীর নিখোঁজের বিষয়ে খয়েরলাঞ্জি থানায় অভিযোগ করেন।
মধ্যপ্রদেশের বালাঘাটের ঘটনা। ২৪ বছর বয়সি এই মহিলার নাম জ্যোতি নাগপুর। মেয়েটিকে খুঁজতে গিয়ে পুলিশ দেখে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন! রোহিত উপবংশীর সঙ্গে তাঁর প্রথমে কোর্ট ম্যারেজ হয়েছিল। দু'মাস পরে, রাহুল বর্দ নামে আর এক যুবকের সঙ্গে তাঁর কোর্ট ম্যারেজ হয়। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন রোহিত উপবংশী তাঁর স্ত্রীর নিখোঁজের বিষয়ে খয়েরলাঞ্জি থানায় অভিযোগ করেন।
advertisement
4/6
এর পর দুই স্বামী মহিলা থানায় পৌঁছেছেন। এখানে জ্যোতিকে কে নেবেন তা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এই তর্কের মাঝেই ওই নারী জানান, তিনি তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে চান। শীঘ্রই তিনি তাঁর বৃদ্ধ স্বামীকে ডিভোর্স দেবেন।
এর পর দুই স্বামী মহিলা থানায় পৌঁছেছেন। এখানে জ্যোতিকে কে নেবেন তা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এই তর্কের মাঝেই ওই নারী জানান, তিনি তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে চান। শীঘ্রই তিনি তাঁর বৃদ্ধ স্বামীকে ডিভোর্স দেবেন।
advertisement
5/6
একই সময়ে, প্রথম স্বামী অর্থাৎ রোহিত উপবংশী পুলিশকে জানিয়েছেন যে তাঁর এবং জ্যোতির সম্পর্ক 8 বছরের পুরনো। মাত্র দুই মাস আগে নতুন বিয়ে হয়। জ্যোতি এক সপ্তাহ আগে মায়ের অসুস্থতার কথা বলে চলে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর আর ফেরেননি।
একই সময়ে, প্রথম স্বামী অর্থাৎ রোহিত উপবংশী পুলিশকে জানিয়েছেন যে তাঁর এবং জ্যোতির সম্পর্ক 8 বছরের পুরনো। মাত্র দুই মাস আগে নতুন বিয়ে হয়। জ্যোতি এক সপ্তাহ আগে মায়ের অসুস্থতার কথা বলে চলে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর আর ফেরেননি।
advertisement
6/6
স্বামীদের মধ্যে যেন প্রতিযোগিতা লেগে গিয়েছে এর পরেই! একজন বলেন 'আমি নেব স্ত্রীকে', আর একজন বলেন 'আমি নেব!'। এখন এই ঘটনায় পুলিশের দাবি, প্রথম স্বামী যদি তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে।
স্বামীদের মধ্যে যেন প্রতিযোগিতা লেগে গিয়েছে এর পরেই! একজন বলেন 'আমি নেব স্ত্রীকে', আর একজন বলেন 'আমি নেব!'। এখন এই ঘটনায় পুলিশের দাবি, প্রথম স্বামী যদি তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে।
advertisement
advertisement
advertisement