হোম » ছবি » দেশ » অবৈধ সম্পর্ক স্বামীর, শেষে বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী

অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

  • Bangla Editor

  • 15

    অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

    •কোনও ছবির স্ক্রিপ্ট নয়, একেবারে বাস্তবের ঘটনা। প্রেমিকার কাছে স্বামীকে বিক্রি করলেন স্ত্রী! ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালে। এমনকী স্বামীকে বিয়ের অনুমতি দিলেন তিনি।

    MORE
    GALLERIES

  • 25

    অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

    •ঘটনাটি সামনে আসে যখন দম্পতির ছোট মেয়ে অভিযোগ দায়ের করে। নাবালিকা অভিযোগ করে যে, তার বাবার বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। যার কারণে প্রতিদিনই বাড়িতে মা ও বাবার মধ্যে ঝগড়া হয়। তার ও বোনের পড়াশুনার এতে ক্ষতি হচ্ছে বলে, সে জানায়।

    MORE
    GALLERIES

  • 35

    অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

    •এরপর স্বামী-স্ত্রীকে ডেকে পাঠানো হয়। সেখানে স্বামী স্বীকার করেন যে তিনি প্রেম করছেন অফিসের এক সহকর্মীর সঙ্গে। এবং স্ত্রীকে ছেড়ে তিনি সেই মহিলাকেই বিয়ে করে একসঙ্গে থাকতে চান। তবে স্ত্রী কোনও রকমভাবে ডিভোর্স দিচ্ছেন না বলে সেই পথে হাঁটতে পারছেন না স্বামী।

    MORE
    GALLERIES

  • 45

    অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

    •দফা দফায় বোঝানোর পর শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদে রাজি হন স্ত্রী। তবে তিনি শর্ত বেঁধে দেন। জানিয়ে দেন স্বামীর প্রেমিকাকে দিতে হবে একটি বিলাশবহুল ফ্ল্যাট এবং টাকাও। ফ্ল্যাট এবং ২৭ লক্ষ টাকা দেওয়া হলে তিনি ডিভোর্স করেন। সব মিলিয়ে সেই সম্পত্তির মূল্য দেড় কোটি টাকা।

    MORE
    GALLERIES

  • 55

    অবৈধ সম্পর্ক স্বামীর, শেষ পর্যন্ত বান্ধবীর কাছে ১.৫ কোটি টাকায় 'বিক্রি' করলেন স্ত্রী!

    •যদিও সন্তানদের দেখভাল ও পড়াশুনার দায়িত্বও নিতে হয়েছে স্বামীকেই। বিবাহবিচ্ছদের পর মহিলা জানান যে, বিয়ের এত বছর পর যে স্বামী ভালবাসেন না, তার সঙ্গে থাকার কোনও প্রয়োজনই নেই। তাই মন থেকে তিনি শান্তি পেয়েছেন

    MORE
    GALLERIES