বোতলের জন্য থিকথিকে ভিড়-দীর্ঘ লাইন, বিপদ বুঝে মদের দোকান বন্ধ করল প্রশাসন! দেখুন

Last Updated:
দিল্লিতে মদের দোকানের লাইনে এতটাই ভিড় হল যে বাধ্য হয়ে বন্ধ করতে হল বেশকিছু দোকান...
1/5
*লকডাউনে মদের দোকান খুলতে না খুলতেই ভিড় সামলাতে হিমসিম খেল রাজধানী দিল্লির বেশ কিছু স্ট্যান্ড অ্যালোন মদের দোকান৷ সামজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়ানোর নির্দেশকেও বুড়ো আঙুল৷ শেষ পর্যন্ত বন্ধই করতে হল দোকান৷
*লকডাউনে মদের দোকান খুলতে না খুলতেই ভিড় সামলাতে হিমসিম খেল রাজধানী দিল্লির বেশ কিছু স্ট্যান্ড অ্যালোন মদের দোকান৷ সামজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়ানোর নির্দেশকেও বুড়ো আঙুল৷ শেষ পর্যন্ত বন্ধই করতে হল দোকান৷
advertisement
2/5
*পূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণ পশ্চিম দিল্লি এবং শাহদারাতে মদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন৷
*পূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণ পশ্চিম দিল্লি এবং শাহদারাতে মদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন৷
advertisement
3/5
 *গত সপ্তাহে লকডাউনের সময়সীমা বাড়ানোর পরপরই ঘোষণা করা হয় যে খোলা হবে মদের দোকান৷ তবে অবশ্যই কন্টাইনমেন্ট জোন বাদে৷ এছাড়াও কোন মল বা মার্কেটের মধ্যে মদের দোকাল খোলার অনুমতি মেলেনি৷
*গত সপ্তাহে লকডাউনের সময়সীমা বাড়ানোর পরপরই ঘোষণা করা হয় যে খোলা হবে মদের দোকান৷ তবে অবশ্যই কন্টাইনমেন্ট জোন বাদে৷ এছাড়াও কোন মল বা মার্কেটের মধ্যে মদের দোকাল খোলার অনুমতি মেলেনি৷
advertisement
4/5
*সোমবার থেকে সকাল ৯- সন্ধে ৬.৩০ পর্যন্ত মদের দোকান খোলার অনুমতি মেলে৷ প্রায় ১৫০ সরকার অনুমোদিত মদের দোকন খুলে দেওয়া হয়৷ এই দোকানের সামনে ৬ ফুটের দূরত্ব রেখে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু কে মানে নিয়ম৷ ৫জনের বেশি দোকানে ঢোকা যাবে না, এমনও জানানো হয়৷
*সোমবার থেকে সকাল ৯- সন্ধে ৬.৩০ পর্যন্ত মদের দোকান খোলার অনুমতি মেলে৷ প্রায় ১৫০ সরকার অনুমোদিত মদের দোকন খুলে দেওয়া হয়৷ এই দোকানের সামনে ৬ ফুটের দূরত্ব রেখে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু কে মানে নিয়ম৷ ৫জনের বেশি দোকানে ঢোকা যাবে না, এমনও জানানো হয়৷
advertisement
5/5
*এতদিন বাদে দোকান খোলা পেয়ে তেষ্টা সামলাতে পারলেন না অনেক ক্রেতা৷ ফলে ভিড় বাড়িয়ে শেষ পর্যন্ত দোকান বন্ধ করতে একপ্রকার বাধ্যই করলেন তারা৷
*এতদিন বাদে দোকান খোলা পেয়ে তেষ্টা সামলাতে পারলেন না অনেক ক্রেতা৷ ফলে ভিড় বাড়িয়ে শেষ পর্যন্ত দোকান বন্ধ করতে একপ্রকার বাধ্যই করলেন তারা৷
advertisement
advertisement
advertisement