• জ্বলন্ত মোমবাতি থেকে গায়ে গরম মোম ঢেলে নাবালিকাকে শারিরীক নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তকে যত শীঘ্র সম্বব গ্রেফতারের চেষ্টা করেছে পুলিশ ৷ প্রতীকী চিত্র ৷
2/ 6
• তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পুণেতে ৷ প্রতীকী চিত্র ৷
3/ 6
• গত বুধবার নির্যাতিতার বাবা-মা অপরিচ্ত এক ব্যকর্তির বিরুদ্ধে স্থানীয় পিম্পরি থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি জানাজানি হয় ৷ প্রতীকী চিত্র ৷
4/ 6
• বছর তিনেকের ওই নাবালিকার দেহে পোড়া দাগও দেখা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় যশবন্তরাও চৌহান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকার জন্য ৷ প্রতীকী চিত্র ৷
5/ 6
• মেয়েটিকে ধর্ষণ বা অন্য কোনওরকম যৌন নির্যাতন করা হয়েছিল কিনা তা পরীক্ষা করেছেন চিকিৎসকরা ৷ প্রতীকী চিত্র ৷
6/ 6
• জানা গিয়েছে, মাস কয়েক আগে জীবিকার সন্ধানে নেপাল থেকে পুণে এসেছিল ওই নির্যাতিতার পরিবার ৷ মেয়েটির বাবা সিক্যুরিটি গার্ডের কাজ করেন ৷ মা গৃহবধূ ৷ প্রতীকী চিত্র ৷