Honeymoon: 'হানিমুনে গিয়ে আমার স্বামী হঠাৎ যা চাইল..' ফিরে এসেই শ্বশুরবাড়ির বাইরে ধরনায় বসল স্ত্রী! যা ঘটেছে, শুনে চমকে উঠবেন

Last Updated:
Honeymoon: ৩০ বছর বয়সী শালিনী সিঙ্ঘলের সঙ্গে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রণব সিঙ্ঘলের বিয়ে হয়।
1/6
মুজাফফরনগর: সদ্য বিবাহিত এক মহিলা গত ৩০ মার্চ থেকে মুজাফফরনগরের এ টু জেড কলোনিতে তার শ্বশুরবাড়ির বাইরে বসে আছেন। কারণ তার স্বামী প্রণব সিঙ্ঘল এবং তার পরিবার তাকে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে বাড়িতে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ।
মুজাফফরনগর: সদ্য বিবাহিত এক মহিলা গত ৩০ মার্চ থেকে মুজাফফরনগরের এ টু জেড কলোনিতে তার শ্বশুরবাড়ির বাইরে বসে আছেন। কারণ তার স্বামী প্রণব সিঙ্ঘল এবং তার পরিবার তাকে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে বাড়িতে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ।
advertisement
2/6
৩০ বছর বয়সী শালিনী সিঙ্ঘলের সঙ্গে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রণব সিঙ্ঘলের বিয়ে হয়। এরপর ওই দম্পতি ১৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমায় যান এবং দশ দিন পরে ফিরে আসেন।
৩০ বছর বয়সী শালিনী সিঙ্ঘলের সঙ্গে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রণব সিঙ্ঘলের বিয়ে হয়। এরপর ওই দম্পতি ১৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমায় যান এবং দশ দিন পরে ফিরে আসেন।
advertisement
3/6
সূত্রের দাবি, শালিনী ৫ মার্চ পর্যন্ত তার শ্বশুরবাড়িতে ছিলেন। এরপর তিনি হোলির জন্য তার বাবা-মায়ের বাড়িতে যান। ৩০ মার্চ ফিরে আসার পর, তাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, যার ফলে তিনি ধর্নায় বসেন।
সূত্রের দাবি, শালিনী ৫ মার্চ পর্যন্ত তার শ্বশুরবাড়িতে ছিলেন। এরপর তিনি হোলির জন্য তার বাবা-মায়ের বাড়িতে যান। ৩০ মার্চ ফিরে আসার পর, তাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, যার ফলে তিনি ধর্নায় বসেন।
advertisement
4/6
এদিকে, প্রণব সিঙ্ঘল যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি এবং তার পরিবার নিজেদের নিরাপত্তার জন্য ভীত।
এদিকে, প্রণব সিঙ্ঘল যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি এবং তার পরিবার নিজেদের নিরাপত্তার জন্য ভীত।
advertisement
5/6
প্রণবের কথায়, "আমরা মেরঠের নীল ড্রামের ঘটনার পর থেকে ভীত। শালিনী আমাদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছে। তাই আমরা তাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না।"
প্রণবের কথায়, "আমরা মেরঠের নীল ড্রামের ঘটনার পর থেকে ভীত। শালিনী আমাদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছে। তাই আমরা তাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না।"
advertisement
6/6
গোটা ঘটনার প্রেক্ষিতে নিউ মান্ডির সার্কেল অফিসার রূপালি রাও বলেন, "পুলিশ এখনও মহিলার কাছ থেকে কোনও অভিযোগ পায়নি। সরকারি ভাবে অভিযোগ দায়ের হলে আমরা ব্যবস্থা নেব।"
গোটা ঘটনার প্রেক্ষিতে নিউ মান্ডির সার্কেল অফিসার রূপালি রাও বলেন, "পুলিশ এখনও মহিলার কাছ থেকে কোনও অভিযোগ পায়নি। সরকারি ভাবে অভিযোগ দায়ের হলে আমরা ব্যবস্থা নেব।"
advertisement
advertisement
advertisement