গৌতম গম্ভীর-বিজেন্দ্র সিং-সাধ্বী প্রজ্ঞা, আলোচনার শীর্ষে থাকা যে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ

Last Updated:
1/7
আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোটগ্রহণ । পশ্চিমবঙ্গের ৮ লোকসভা আসন ছাড়াও বিহার, হরিয়ানা, ঝাড়খন্ড, মধ্য-প্রদেশ,উত্তর-প্রদেশ ও দিল্লিতে ভোটগ্রহণ ।
আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোটগ্রহণ । পশ্চিমবঙ্গের ৮ লোকসভা আসন ছাড়াও বিহার, হরিয়ানা, ঝাড়খন্ড, মধ্য-প্রদেশ,উত্তর-প্রদেশ ও দিল্লিতে ভোটগ্রহণ ।
advertisement
2/7
প্রায় ১০ কোটি ১৭ লক্ষ ভোটার স্থির করবেন একাধিক হেভিওয়েটের ভাগ্য। দেখে নিন ষষ্ঠ দফায় কোন হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন নজরে ।
প্রায় ১০ কোটি ১৭ লক্ষ ভোটার স্থির করবেন একাধিক হেভিওয়েটের ভাগ্য। দেখে নিন ষষ্ঠ দফায় কোন হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন নজরে ।
advertisement
3/7
মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বনাম ৬ বারের বিধায়ক তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার লড়াই আজ । নিজেদের জয় নিয়ে নিশ্চিত দুই প্রার্থী ।
মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বনাম ৬ বারের বিধায়ক তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার লড়াই আজ । নিজেদের জয় নিয়ে নিশ্চিত দুই প্রার্থী ।
advertisement
4/7
পূর্ব দিল্লি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । গম্ভীরের বিপক্ষে লড়ছেন আপ প্রার্থী অতিশী । এছাড়াও কংগ্রেসের হয়ে লড়ছেন ৪ বারের বিধায়ক অরবিন্দ সিং লভলী ।
পূর্ব দিল্লি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । গম্ভীরের বিপক্ষে লড়ছেন আপ প্রার্থী অতিশী । এছাড়াও কংগ্রেসের হয়ে লড়ছেন ৪ বারের বিধায়ক অরবিন্দ সিং লভলী ।
advertisement
5/7
উত্তর-পূর্ব দিল্লিতে কংগ্রেস-আপ-বিজেপির জোরদার লড়াই আজ । কংগ্রেসের থেকে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত, বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি ও আপের হয়ে লড়ছেন দিলীপ পান্ডে যিনি দিল্লি আপ শাখার প্রধান ।
উত্তর-পূর্ব দিল্লিতে কংগ্রেস-আপ-বিজেপির জোরদার লড়াই আজ । কংগ্রেসের থেকে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত, বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি ও আপের হয়ে লড়ছেন দিলীপ পান্ডে যিনি দিল্লি আপ শাখার প্রধান ।
advertisement
6/7
ভোপাল কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর । মালেগাঁও কাণ্ডের মূল অভিযুক্ত প্রজ্ঞা কয়েকদিন আগেই মুম্বই হামলায় শহিদ এটিএস প্রধান হেমন্ত করকরেকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন । সমালোচনার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তিনি । তাঁর বিরুদ্ধে লড়ছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বীজয় সিং ।
ভোপাল কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর । মালেগাঁও কাণ্ডের মূল অভিযুক্ত প্রজ্ঞা কয়েকদিন আগেই মুম্বই হামলায় শহিদ এটিএস প্রধান হেমন্ত করকরেকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন । সমালোচনার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তিনি । তাঁর বিরুদ্ধে লড়ছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বীজয় সিং ।
advertisement
7/7
গৌতম গম্ভীর ছাড়াও কংগ্রেসের এক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ষষ্ঠ দফায় ।  দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরী ও আপ প্রার্থী রাঘব চাড্ডার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন অলিম্পিকজয়ী বক্সার বিজেন্দ্র সিং ।
গৌতম গম্ভীর ছাড়াও কংগ্রেসের এক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ষষ্ঠ দফায় । দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরী ও আপ প্রার্থী রাঘব চাড্ডার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন অলিম্পিকজয়ী বক্সার বিজেন্দ্র সিং ।
advertisement
advertisement
advertisement