শীতের দুরন্ত পারফরম্যান্স ৷ টানা ১০ দিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে ৷ হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে কলকাতা-সহ গোটা রাজ্য।
2/ 6
দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাত ৷ সিকিমের লাচুং, লাচেন, নাথুলা, রাবাংলাতেও তুষারপাত হয়েছে ৷
3/ 6
আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার গত ছ’বছরে শীতলতম ডিসেম্বর। ২রা জানুয়ারির আগে আবহাওয়ার হেরফের হবে না ৷
4/ 6
সিকিমের একাধিক জায়গায় তুষারপাত হচ্ছে ৷ তুষারপাতে আটকে পর্যটকদের ৪০০ টি গাড়ি ৷ চোদ্দোমাইলে আটকে পর্যটকদের গাড়ি ৷ পর্যটকদের উদ্ধারকাজ শুরু করেছেন সেনা ও স্থানীয় পুলিশ কর্মীরা ৷
5/ 6
নিরাপদেই রয়েছেন পর্যটকেরা ৷ শনিবার সকালের মধ্যেই পর্যটকদের গ্যাংটকে ফেরানো হবে বলে জানালেন পূর্ব সিকিমের জেলাশাসক ৷
6/ 6
তুষারপাতের জেরে আগামিকাল উত্তর ও পূর্ব সিকিমে পর্যটকদের কোনও পারমিট দেওয়া হবে না ৷ এমনটাই জানিয়েছে সিকিম প্রশাসন ৷