Kedarnath yatra: কেদারনাথের রাস্তা আবর্জনায় ভরালেন ভক্তরা, পাহাড়ের কতটা ক্ষতি করলেন দর্শনার্থীরা?

Last Updated:
Kedarnath yatra: চার ধামের দর্শনে গিয়ে এ কী কাজ করলেন ভক্তরা! পাহাড়ি পরিবেশের সর্বনাশ করলেন কয়েক হাজার দর্শনার্থী।
1/5
উত্তরাখণ্ডে পুরোদমে শুরু হয়েছে চারধাম যাত্রা। দুই বছরের ব্যবধানে আবার শুরু হওয়া এই তীর্থযাত্রায় কেদারনাথ, বদ্রিনাথ সহ চারটি ধামের দর্শনে লক্ষাধিক ভক্ত ছুটে এসেছেন। মন্দিরের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রশাসনও বিশেষ প্রস্তুতি নিয়েছে। তবে এরই মধ্যে এই যাত্রার একটি অত্যন্ত করুণ চিত্র সামনে এসেছে।
উত্তরাখণ্ডে পুরোদমে শুরু হয়েছে চারধাম যাত্রা। দুই বছরের ব্যবধানে আবার শুরু হওয়া এই তীর্থযাত্রায় কেদারনাথ, বদ্রিনাথ সহ চারটি ধামের দর্শনে লক্ষাধিক ভক্ত ছুটে এসেছেন। মন্দিরের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রশাসনও বিশেষ প্রস্তুতি নিয়েছে। তবে এরই মধ্যে এই যাত্রার একটি অত্যন্ত করুণ চিত্র সামনে এসেছে।
advertisement
2/5
কেদারনাথ যাওয়ারর রাস্তায় নোংরা, আবর্জনা ফেলে ভর্তি করে ফেলছেন তীর্থযাত্রীরা। চারিদিকে খাবারের প্যাকেট, জলের বোতল, প্লাস্টিক ভর্তি।
কেদারনাথ যাওয়ারর রাস্তায় নোংরা, আবর্জনা ফেলে ভর্তি করে ফেলছেন তীর্থযাত্রীরা। চারিদিকে খাবারের প্যাকেট, জলের বোতল, প্লাস্টিক ভর্তি।
advertisement
3/5
পরিবেশবিদদের একাংশ বলছেন, যেভাবে পাহাড়ের বিভিন্ন জায়গা তীর্থযাত্রীরা প্লাস্টিকে ভরিয়ে দিয়েছেন তাতে ভূমিধ্বসের আশঙ্কা থাকছে।
পরিবেশবিদদের একাংশ বলছেন, যেভাবে পাহাড়ের বিভিন্ন জায়গা তীর্থযাত্রীরা প্লাস্টিকে ভরিয়ে দিয়েছেন তাতে ভূমিধ্বসের আশঙ্কা থাকছে।
advertisement
4/5
এখনও পর্যন্ত দেশ-বিদেশ থেকে প্রায় আট লক্ষ ভক্ত উত্তরাখণ্ডের চার ধামে গিয়েছেন। প্রতিদিন বদ্রীনাথ দর্শনে ১৬ হাজার, কেদারনাথে ১৩ হাজার, গঙ্গোত্রীতে ৮ হাজার, যমুনোত্রী ও হেমকুন্ড সাহিবে ৫ হাজার করে ভক্তের সমাগম হচ্ছে।
এখনও পর্যন্ত দেশ-বিদেশ থেকে প্রায় আট লক্ষ ভক্ত উত্তরাখণ্ডের চার ধামে গিয়েছেন। প্রতিদিন বদ্রীনাথ দর্শনে ১৬ হাজার, কেদারনাথে ১৩ হাজার, গঙ্গোত্রীতে ৮ হাজার, যমুনোত্রী ও হেমকুন্ড সাহিবে ৫ হাজার করে ভক্তের সমাগম হচ্ছে।
advertisement
5/5
গঢ়ওয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএশ নেগি জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ঔষধি বৃক্ষের উপর প্রভাব ফেলে প্লাস্টিক। তা ছাড়া প্লাস্টিকের প্রভাব পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ।
গঢ়ওয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএশ নেগি জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ঔষধি বৃক্ষের উপর প্রভাব ফেলে প্লাস্টিক। তা ছাড়া প্লাস্টিকের প্রভাব পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ।
advertisement
advertisement
advertisement