Haryana Viral Buffalo: ওজন ১৫০০ কেজি, দাম উঠেছে ২৩ কোটি, রোজ চাই ২০টি ডিম! হরিয়ানার এই ভাইরাল মোষের বীর্যের দাম জানেন?

Last Updated:
Haryana Viral Buffalo: কিন্তু আনমোল নামে এই পুরুষ মোষের এত দাম কেন? আসলে আনমোলের বীর্য গরু, মোষের প্রজননে ব্যবহার করা হয়৷
1/8
Pushkar Cattel Mela, Pushkar Fair, Sirsa Buffalo, Buffalo Sirsa News, Haryana Sirsa News, Buffalo
ওজন দেড় হাজার কেজি, দাম ২৩ কোটি৷ আনমোল নামে হরিয়ানার একটি মোষই এখন ভারতের সমস্ত পশু মেলার মুখ্য আকর্ষণ হয়ে উঠেছে৷ সমাজমাধ্যমেও তার জনপ্রিয়তা বিরাট৷
advertisement
2/8
Pushkar Cattel Mela, Pushkar Fair, Sirsa Buffalo, Buffalo Sirsa News, Haryana Sirsa News, Buffalo
রীতিমতো সেলিব্রিটি এই মোষের রক্ষণাবেক্ষণেও সেটির মালিকের প্রতিদিন মোটা টাকা খরচ হয়৷ আনমোলের ডায়েট চার্টও রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো৷
advertisement
3/8
আনমোলের স্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন দেড় হাজার টাকা করে খরচ হয় তার মালিকের৷ ড্রাই ফ্রুট থেকে ডিম, মেনুতে থাকে সবই৷ আনমোলের প্রতিদিনের মেনুতে থাকে ২৫০ গ্রাম আমন্ড বাদাম, ৩০টি কলা, ৪ কেজি বেদানা, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম৷
আনমোলের স্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন দেড় হাজার টাকা করে খরচ হয় তার মালিকের৷ ড্রাই ফ্রুট থেকে ডিম, মেনুতে থাকে সবই৷ আনমোলের প্রতিদিনের মেনুতে থাকে ২৫০ গ্রাম আমন্ড বাদাম, ৩০টি কলা, ৪ কেজি বেদানা, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম৷
advertisement
4/8
Pushkar Cattel Mela, Pushkar Fair, Sirsa Buffalo, Buffalo Sirsa News, Haryana Sirsa News, Buffalo
এ ছাড়াও সর্ষের খোলস, খড়, ঘাস, ঘি, সয়াবিন, ভুট্টাও থাকে আনমোলের মেনুতে৷ তবে যেহেতু আনমোল নিয়মিত প্রদর্শনী এবং মেলায় যায়, তাই প্রতিদিন নিয়ম করে এই মোষের রূপচর্চাও করতে হয়৷
advertisement
5/8
Pushkar Cattel Mela, Pushkar Fair, Sirsa Buffalo, Buffalo Sirsa News, Haryana Sirsa News, Buffalo
মহার্ঘ এই মোষকে দিনে দু বার স্নান করানো হয়৷ আনমোলের চামড়া চকচকে রাখতে আমন্ড বাদাম এবং সর্ষের তেলের বিশেষ মিশ্রণ তার গায়ে মাখানো হয়৷
advertisement
6/8
Pushkar Cattel Mela, Pushkar Fair, Sirsa Buffalo, Buffalo Sirsa News, Haryana Sirsa News, Buffalo
আনমোল নামে এই মোষটির মা এবং বোন তার বর্তমান মালিকের কাছেই ছিল৷ কিন্তু খরচের কারণেই তাদের তিনি বিক্রি করে দেন৷ আনমোলের মা দিনে ২৫ লিটার করে দুধ দিত৷
advertisement
7/8
কিন্তু আনমোল নামে এই পুরুষ মোষের এত দাম কেন? আসলে আনমোলের বীর্য গরু, মোষের প্রজননে ব্যবহার করা হয়৷ সপ্তাহে দু দিন এই বীর্য সংগ্রহ করা হয়৷
কিন্তু আনমোল নামে এই পুরুষ মোষের এত দাম কেন? আসলে আনমোলের বীর্য গরু, মোষের প্রজননে ব্যবহার করা হয়৷ সপ্তাহে দু দিন এই বীর্য সংগ্রহ করা হয়৷
advertisement
8/8
আনমোলের এই বীর্যেরই বিপুল চাহিদা৷ তা বেচেই মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করেন গিল নামে এই মোষটির মালিক৷
আনমোলের এই বীর্যেরই বিপুল চাহিদা৷ তা বেচেই মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করেন গিল নামে এই মোষটির মালিক৷ আনমোলকে বিক্রি করার লোভনীয় প্রস্তাবও পেয়েছিলেন গিল৷ দাম উঠেছে ২৩ লক্ষ টাকা৷ কিন্তু আনমোলকে তিনি পরিবারের সদস্য হিসেবে মনে করেন বলেই তাকে বিক্রি করনেনি৷
advertisement
advertisement
advertisement