Miss Universe 2021 Harnaaz Sandhu: ২১ বছর পর ২১-এর হারনাজ দেশে ফেরালেন মিস ইউনিভার্স খেতাব! দেখুন...
- Published by:Raima Chakraborty
Last Updated:
সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন হারনাজ (Miss Universe 2021 Harnaaz Sandhu)। বয়স ২১।
advertisement
advertisement
advertisement
ফাইনাল স্পিচের বাজিমাত করেন হারনাজ। হারনাজ বলেন, 'এই সময়ের যুবরা যে সমস্যার মুখে পড়েছে তা হল নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। তার চেয়ে বরং বিশ্বব্যাপী কী হচ্ছে তা নিয়ে কথা বলো। তুমি নিজেই তোমার আওয়াজ। আমি নিজেকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি।'
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৭ সালে টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব জেতে হারনাজ, তখন তাঁর বয়স মাত্র ১৭। পরের বছরই মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়ার মুকুট ওঠে হারনাজের মাথায়। পরের বছরই ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাবের তাজ জেতেন, গত ৩১ সেপ্টেম্বর মিস ইন্ডিয়া ইউনিভার্স-এর মুকুট উঠেছিল হরনাজের মাথায়। চলতি বছর মিস ডিভা ২০২১-র খেতাবও জিতেছেন হারনাজ।
advertisement
advertisement