কড়া সতর্কতায় শুরু হল মহাকুম্ভ, ৮৩ বছর পর বিরল যোগের স্বাক্ষী হরিদ্বার

Last Updated:
অন্যান্য বছরের মতো এই বছরও হাজার হাজার পুণ্যার্থী ভিড় করছেন হরিদ্বারের এই পবিত্র গঙ্গাস্নানের উৎসবে। তবে করোনাকে মাথায় রেখে এই বছর সরকার বিশেষ সুরক্ষা ব্যবস্থা রেখেছে সেখানে।
1/5
অতিমারীর চোখরাঙানির মধ্যেই আজ থেকে হরিদ্বারে শুরু হলো ঐতিহাসিক কুম্ভ মেলা। তবে কোভিড পরিস্থিতি মাথায় রেখে এবার কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্বর। সমস্ত বিধি নিষেধ লাগু করতে বদ্ধপরিকর প্রশাসন। রীতিমতো কড়া হাতে সামলাচ্ছে কুম্ভ মেলার পরিস্থিতি। সরকারি বিধিনিষেধ অনুযায়ী পুণ্যার্থীদেরকে ৭২ ঘন্টা আগে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তবেই তাদের জন্যে মিলবে মেলায় প্রবেশাধিকার।
অতিমারীর চোখরাঙানির মধ্যেই আজ থেকে হরিদ্বারে শুরু হলো ঐতিহাসিক কুম্ভ মেলা। তবে কোভিড পরিস্থিতি মাথায় রেখে এবার কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্বর। সমস্ত বিধি নিষেধ লাগু করতে বদ্ধপরিকর প্রশাসন। রীতিমতো কড়া হাতে সামলাচ্ছে কুম্ভ মেলার পরিস্থিতি। সরকারি বিধিনিষেধ অনুযায়ী পুণ্যার্থীদেরকে ৭২ ঘন্টা আগে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তবেই তাদের জন্যে মিলবে মেলায় প্রবেশাধিকার।
advertisement
2/5
পৃথিবীর সবথেকে বড় ও ব্যাপক ধার্মিক মিলনক্ষেত্র এই কুম্ভমেলা। ভারতে প্রতি ১২ বছর অন্তর হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজন করা হয় এই মেলার। তবে এবার কুম্ভ মেলার ইতিহাস অন্যরকম। এই প্রথমবার হরিদ্বারে ১২ বছরের জায়গায় ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা।
পৃথিবীর সবথেকে বড় ও ব্যাপক ধার্মিক মিলনক্ষেত্র এই কুম্ভমেলা। ভারতে প্রতি ১২ বছর অন্তর হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজন করা হয় এই মেলার। তবে এবার কুম্ভ মেলার ইতিহাস অন্যরকম। এই প্রথমবার হরিদ্বারে ১২ বছরের জায়গায় ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা।
advertisement
3/5
ধর্মীয় আখ্যান অনুযায়ী এবারের এই কুম্ভ মেলা একেবারেই আলাদা। কারণ এর রয়েছে এক বিশেষ তাৎপর্য। এক বিরল যোগ রয়েছে এই কুম্ভমেলার। কারণ এবার নাকি দেখা দিয়েছে সেই অমৃত যোগ। কাল গণনা করে এই অমৃত যোগ নির্ধারণ করা হয়ে থাকে।
ধর্মীয় আখ্যান অনুযায়ী এবারের এই কুম্ভ মেলা একেবারেই আলাদা। কারণ এর রয়েছে এক বিশেষ তাৎপর্য। এক বিরল যোগ রয়েছে এই কুম্ভমেলার। কারণ এবার নাকি দেখা দিয়েছে সেই অমৃত যোগ। কাল গণনা করে এই অমৃত যোগ নির্ধারণ করা হয়ে থাকে।
advertisement
4/5
জানা যায় কুম্ভ রাশির গুরু আর্য সূর্যতে রূপান্তরিত হলেই এই বিরল যোগ দেখা যায়। তবে এবার গুরু কুম্ভ রাশিতে থাকবেন না। তাই এবার ১১ বছর পর এই দিনটি পড়েছে। প্রায় ৮৩ বছর পর এই যোগ এসেছে। এর আগে এই বিশেষ যোগ দেখা গিয়েছিলো যথাক্রমে ১৭৬০, ১৮৮৫ এবং ১৯৩৮ সালে।
জানা যায় কুম্ভ রাশির গুরু আর্য সূর্যতে রূপান্তরিত হলেই এই বিরল যোগ দেখা যায়। তবে এবার গুরু কুম্ভ রাশিতে থাকবেন না। তাই এবার ১১ বছর পর এই দিনটি পড়েছে। প্রায় ৮৩ বছর পর এই যোগ এসেছে। এর আগে এই বিশেষ যোগ দেখা গিয়েছিলো যথাক্রমে ১৭৬০, ১৮৮৫ এবং ১৯৩৮ সালে।
advertisement
5/5
অন্যান্য বছরের মতো এই বছরও হাজার হাজার পুণ্যার্থী ভিড় করছেন হরিদ্বারের এই পবিত্র গঙ্গাস্নানের উৎসবে। তবে করোনাকে মাথায় রেখে এই বছর সরকার বিশেষ সুরক্ষা ব্যবস্থা রেখেছে সেখানে। এবার কুম্ভ মেলায় হবে ৪টি শাহী স্নান। বসানো হবে ১৩টি আখড়া। ঝাঁকি বের হবে এখান থেকেই। সেই শোভাযাত্রায় সবার প্রথমে থাকবেন নাগা বাবা ও তারপর মহন্ত, মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর এবং আচার্য মহামণ্ডলেশ্বর সেই নাগা সাধুদের অনুসরণ করবেন। একনজরে শাহী স্নানের তিথি। সোমবতী অমাবস্যা: ১২ ই এপ্রিল, ২০২১, বৈশাখী: ১৪ ই এপ্রিল, ২০২১, রাম নবমী: ২১ শে এপ্রিল, ২০২১, চৈত্র পূর্ণিমা: ২৭বা শে এপ্রিল, ২০২১।
অন্যান্য বছরের মতো এই বছরও হাজার হাজার পুণ্যার্থী ভিড় করছেন হরিদ্বারের এই পবিত্র গঙ্গাস্নানের উৎসবে। তবে করোনাকে মাথায় রেখে এই বছর সরকার বিশেষ সুরক্ষা ব্যবস্থা রেখেছে সেখানে। এবার কুম্ভ মেলায় হবে ৪টি শাহী স্নান। বসানো হবে ১৩টি আখড়া। ঝাঁকি বের হবে এখান থেকেই। সেই শোভাযাত্রায় সবার প্রথমে থাকবেন নাগা বাবা ও তারপর মহন্ত, মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর এবং আচার্য মহামণ্ডলেশ্বর সেই নাগা সাধুদের অনুসরণ করবেন। একনজরে শাহী স্নানের তিথি। সোমবতী অমাবস্যা: ১২ ই এপ্রিল, ২০২১, বৈশাখী: ১৪ ই এপ্রিল, ২০২১, রাম নবমী: ২১ শে এপ্রিল, ২০২১, চৈত্র পূর্ণিমা: ২৭বা শে এপ্রিল, ২০২১।
advertisement
advertisement
advertisement