সাধারণতন্ত্র দিবস ২০২১: দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে দিনটির তাৎপর্য ও উদযাপনের ইতিকথা!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস।
advertisement
advertisement
১৯২৯ সালের শেষ দিন জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) নেতৃত্বে পূর্ণ স্বরাজের শপথ ঘোষণার পর ১৯৩০ সালে ২৬ জানুয়ারি দিনটিকেই স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু পরে যখন সত্যিই স্বাধীনতা আসে তখন ১৫ অগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালন করা হয়। যার ফলে ২৬ জানুয়ারির গুরুত্ব পালটায়।Photo-PTI
advertisement
দেশ স্বাধীন হওয়ার পর বি আর আম্বেদকরের (B. R. Ambedkar) নেতৃত্বে একটি কমিটি ভারতের সংবিধান রচনা শুরু করে। প্রায় ২ বছর ১১ মাস পর সেই কাজ শেষ হয়। সংবিধান কার্যকরের জন্য ২৬ জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় এবং সেদিন থেকে একই ভাবে এই দিনটি পালিত হয়ে আসছে।Photo-PTI
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাধারণতন্ত্র দিবস ২০২১ করোনাভাইরাস (Coronavirus) প্যানডেমিকের জেরে পালটাচ্ছে সাধারণতন্ত্র দিবসের বহু পুরনো প্যারেডের চিত্র। আগামীকাল ৭২তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো প্যারেডের আয়োজন হয়েছে রাজপথে। কিন্তু করোনার কথা মাথায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে কুচকাওয়াজে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। কমছে প্যারেডের রুট, কমছে সাধারণ মানুষের উপস্থিতি। পাশাপাশি উপস্থিত থাকছেন না কোনও প্রধান অতিথি।Photo-PTI