Gujarat News: যেন মাদকের সমুদ্র! গুজরাত উপকূলে থেকে মিলল ১৮০০ কোটি টাকার মাদক! গত সপ্তাহে অসম, এবার গুজরাত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gujarat News: গত সপ্তাহে অসমে ২৪.৩২ কোটি টাকার ৩০.৪ কেজি মেথামফেটামিন ট্যাবলেট আটক হওয়ার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সম্পূর্ণ শক্তি দিয়ে মাদক চক্রকে ধ্বংস করছে।
advertisement
advertisement
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমুদ্রে এই অভিযান মাদক নির্মূল করার জন্য মোদি সরকারের কঠোর পদক্ষেপের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ।'' তিনি সফল অভিযানের জন্য ATS এবং ICG-র প্রশংসা করেছেন। সরকারের 'মাদকমুক্ত ভারত' অভিযানের জন্য সারা দেশে মাদক চক্র ভাঙার অভিযান তীব্র করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রশাসনিক তরফে।
advertisement
advertisement
advertisement