Gujarat High Court: শুনানি চলাকালীনই দিব্যি বিয়ারে চুমুক দিচ্ছেন সিনিয়র আইনজীবী! গুজরাত হাইকোর্টে আর যা ঘটল, শুনে মাথায় হাত দেবেন
- Published by:Suman Biswas
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Gujarat High Court: এই ঘটনাটিকে অত্যন্ত গর্হিত এবং জাজ্বল্যমান বলেও আখ্যা দিয়েছে আদালত।
advertisement
advertisement
বিচারপতি এ.এস সুপেহিয়া এবং বিচারপতি আর.টি ভাছানির ডিভিশন বেঞ্চ জানাচ্ছে যে, ভাস্কর তান্নার এই আচরণের জেরে তাঁর সিনিয়র আইনজীবী পদ ছিনিয়ে নেওয়া উচিত। তবে মামলার শুনানির পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ভাস্কর তান্নার আচরণ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং যদি তা নিয়ন্ত্রণ না করা হয়, তবে এর পরিণতি গুরুতর আকার ধারণ করতে পারে।
advertisement
এদিকে সুপেহিয়ার বক্তব্য তুলে ধরেছে এনডিটিভি। তাতে জানা গিয়েছে যে, “সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া হাইকোর্টের কার্যক্রমের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, শুনানিতে অংশ নেওয়ার সময় ফোনে কথা বলছেন এবং বিয়ারে চুমুক দিচ্ছেন তিনি। এটা রীতিমতো তাঁর অবমাননাকর আচরণ।” (Representative Image/AI)
advertisement
আদালতের রায়, আমরা রেজিস্ট্রিকে নির্দেশ দিচ্ছি যে, সিনিয়র আইনজীবী ভাস্কর তান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালতকে অবমাননার মামলা শুরু করা হোক। পরবর্তী শুনানির আগে রেজিস্ট্রিকে একটি প্রতিবেদন জমা করতে হবে। বিচারপতি সুপেহিয়ার মন্তব্য, “তান্নার সিনিয়র আইনজীবী পদ প্রত্যাহার করা হোক। চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী শুনানির পরেই নেওয়া হবে।” (Representative Image/AI)
advertisement
বিচারপতি সুপেহিয়া বলেন যে, “তান্নার আচরণ আদালত কর্তৃক প্রদত্ত সিনিয়র আইনজীবীর বিশেষাধিকারের পরিপন্থী। আমাদের মতামত অনুযায়ী তার পদ প্রত্যাহার করা উচিত। তবে পরবর্তী পর্যায়ে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” বেঞ্চ আদালতের রেজিস্ট্রিকে পরবর্তী শুনানির আগে আদালত অবমাননার মামলা শুরু করতে এবং একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তান্নাকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে নিষেধ করা হয়েছে। এদিকে দুই সপ্তাহ পরে অবমাননার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
advertisement