বিয়ের মেহেন্দিতে বউয়ের বদলে বরের হাতে মোদির নাম!
Last Updated:
২০১৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দেখতে চান অনুভব৷ অনেক মোদি ভক্তই চান৷ এতে আর নতুন কি? কিন্তু অনুভব একেবারে বিয়ের মেহেন্দিতে লিখে ফেললেন, # ModiAgain৷ সঙ্গে পদ্মের ছবিও মেহেন্দিতে এঁকেছেন তিনি৷
অতিবড় মোদি ভক্তও এটা ভাবতে পারবেন না বোধ হয়! নইলে বিয়ের মেহেন্দিতে কেউ নতুন বউয়ের নামের বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম লেখেন? হ্যাঁ, এই কাণ্ড ঘটালেন ইন্দোরের যুবক অনুভব ভার্মা৷ খবরটি পেতেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান ওই যুবকের বিয়ের বরযাত্রীতে যোগ দেন৷ অনুভবের অভিনব পদক্ষেপের প্রশংসাও করেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement