বউয়ের টাকাতেই চলত ঠাটবাট, অন্যদিকে প্রেমিকায় মজে মন! নয়ডা কাণ্ডে যা যা উঠে আসছে শুনলে মাথা ঘুরে যাবে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অত্যাচারের চোটে মৃত্যুর ছ’মাস আগে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলেন নিকি ভাটি। পঞ্চায়েতের মধ্যস্থতায় সে বার তাঁকে ফেরানো হয়। গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূহত্যা কাণ্ডে এ বার এমনটাই জানালেন মৃতার দিদি।
advertisement
advertisement
দুই বোনের পরিবারের অভিযোগ, যখন তাঁদের স্ত্রীয়েরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য এবং তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণের জন্য একটি পার্লার এবং বুটিক ব্যবসা খোলেন, তখন দুই ভাই মিলে তাঁদের উপার্জন থেকে চুরি শুরু করে। এর ফলে বাড়িতে ঘন ঘন ঝগড়া হত এবং বৃহস্পতিবার, এমনই একটি ঝগড়ার অবসান ঘটে নিকিকে নৃশংস হত্যার মাধ্যমে। গ্রেটার নয়ডায় পণের জন্য স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা নিক্কির স্বামী বিপিন ভাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
advertisement
advertisement
বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, নিকি এবং কাঞ্চন সমাজমাধ্যমে যে রিল পোস্ট করতেন তাতে বিপিনের সম্মতি ছিল না। নিকির পরিবার জানিয়েছে, বোনেরা ব্যবসার প্রচারের জন্য তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ব্যবহার করেছিল। তাঁদের রিলগুলিতে, আরও বেশি গ্রাহক আকর্ষণ করার জন্য মেকআপ এবং বুটিকের কাজ প্রদর্শন করতে দেখা গিয়েছে। বোনদের ব্যবসা করার জন্য টাকা জোগাড় করে দিয়েছিলেন তাঁদের বাবা। যাতে তারা স্বাধীনভাবে কিছু করতে পারেন। মজার ব্যাপার হল, নিকির ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে সমস্যা থাকলেও, তাঁর উপার্জনের টাকার ভাগ চাইত বিপিন নিজের শখ পূরণের জন্য।
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় নিকিকে তাঁর স্বামী এবং শাশুড়ি দয়া আক্রমণ করে। কাঞ্চন বাধা দিলে তাকেও মারধর করা হয়। বিপিন নিকির উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কাঞ্চনের রেকর্ড করা মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যে বিপিন নিকিকে আক্রমণ করছে। আরও একটি ক্লিপে দেখা যাচ্ছে যে জ্বলন্ত নিকি হোঁচট খাচ্ছেন সিঁড়ি দিয়ে। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। কাঞ্চন বলেন যে তিনি অভিযুক্তদের বলতে শুনেছেন, “ওকে মেরে ফেলো, শেষ করে দাও।”