বউয়ের টাকাতেই চলত ঠাটবাট, অন্যদিকে প্রেমিকায় মজে মন! নয়ডা কাণ্ডে যা যা উঠে আসছে শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
অত্যাচারের চোটে মৃত্যুর ছ’মাস আগে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলেন নিকি ভাটি। পঞ্চায়েতের মধ্যস্থতায় সে বার তাঁকে ফেরানো হয়। গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূহত্যা কাণ্ডে এ বার এমনটাই জানালেন মৃতার দিদি।
1/6
বিপিনের অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কাঞ্চন আরও জানান যে নিকির স্বামীর অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। দিল্লির মোলারবন্দে তাকে হাতেনাতে ধরাও পড়ে। কাঞ্চন আরও জানান যে নিকির তাঁর স্বামীর সঙ্গে ছবি রয়েছে। নিকির পরিবার গত বছর দিল্লিতে নিকির স্বামী বিপিনকে অন্য একটি মেয়ের সঙ্গে ধরেছিল; সেই সময়ের একটি ভিডিওও রয়েছে।
অত্যাচারের চোটে মৃত্যুর ছ’মাস আগে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিলেন নিকি ভাটি। পঞ্চায়েতের মধ্যস্থতায় সে বার তাঁকে ফেরানো হয়। গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূহত্যা কাণ্ডে এ বার এমনটাই জানালেন মৃতার দিদি।
advertisement
2/6
নিকি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন কাঞ্চন বলেন যে তাঁর বোন নিকি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। আমরা আমাদের নিজস্ব স্টুডিও তৈরি করেছিলাম, যা আমরা চালাচ্ছিলাম। ১১ ফেব্রুয়ারি ক্লায়েন্ট ছিল। তারাও দেখেছিলেন যে আমার বোনকে সেদিন খুব মারধর করা হয়েছিল। পরে একটি পঞ্চায়েত অনুষ্ঠিত হয়, তারপর এই ঘটনার পর তাঁরা তাদের বাপের বাড়িতে ফিরে আসে। কাঞ্চন এই জঘন্য অপরাধের পেছনের গল্পটি বর্ণনা করেন।
বিপিন এবং রোহিত ভাটি, দুই বেকার ভাই বাবার মুদি দোকানের আয় দিয়েই জীবনযাপন করতেন। তাঁরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে একটি এসইউভি, একটি রয়্যাল এনফিল্ড বাইক, প্রায় ৫০০ গ্রাম সোনা এবং নগদ অর্থ পেয়েছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। নিকি এবং কাঞ্চন দুই বোন। বিয়ে হয়েছিল বিপিন এবং রোহিতের সঙ্গে।
advertisement
3/6
 দুই বোনের পরিবারের অভিযোগ, যখন তাঁদের স্ত্রীয়েরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য এবং তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণের জন্য একটি পার্লার এবং বুটিক ব্যবসা খোলেন, তখন দুই ভাই মিলে তাঁদের উপার্জন থেকে চুরি শুরু করে। এর ফলে বাড়িতে ঘন ঘন ঝগড়া হত এবং বৃহস্পতিবার, এমনই একটি ঝগড়ার অবসান ঘটে নিকিকে নৃশংস হত্যার মাধ্যমে। গ্রেটার নয়ডায় পণের জন্য স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা নিক্কির স্বামী বিপিন ভাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই বোনের পরিবারের অভিযোগ, যখন তাঁদের স্ত্রীয়েরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য এবং তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণের জন্য একটি পার্লার এবং বুটিক ব্যবসা খোলেন, তখন দুই ভাই মিলে তাঁদের উপার্জন থেকে চুরি শুরু করে। এর ফলে বাড়িতে ঘন ঘন ঝগড়া হত এবং বৃহস্পতিবার, এমনই একটি ঝগড়ার অবসান ঘটে নিকিকে নৃশংস হত্যার মাধ্যমে। গ্রেটার নয়ডায় পণের জন্য স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা নিক্কির স্বামী বিপিন ভাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
advertisement
4/6
নিকির ভাই রোহিত গুর্জর এই প্রসঙ্গে বলেন যে, ‘‘বিপিন এবং তাঁর ভাই বেকার থাকায় তাঁরাই প্রায় দেড় বছর আগে নিকির বিউটি পার্লারে ৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। ওদের পরিবার বাড়িতেই একটি ছোট মুদিখানার দোকান চালায়। আমার বোনেরা তাদের স্বামীদের কাছ থেকে টাকা না চেয়ে স্বাধীনভাবে তাদের সন্তানদের খরচ চালাচ্ছিল। শ্বশুরবাড়ির লোকেরাও তাদের পার্লার ব্যবসার বিরুদ্ধে ছিল এবং এই বছরের ফেব্রুয়ারিতে পুরো পার্লারটি নষ্ট করে দেয়’’, নিকির ভাই বলেন।
গ্রেটার নয়ডায় পণের জন্য স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা নিক্কির স্বামী বিপিন ভাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিকির শ্বাশুড়িকেও গ্রেপ্তার করা হয়েছে। বিপিনের ভাই রোহিত এবং তাঁদের বাবা-মা দয়া এবং সত্যবীরকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
5/6
আমার চোখের সামনে আমার বোনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমি তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি আমার বোনকে বাঁচাতে পারিনি।
বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, নিকি এবং কাঞ্চন সমাজমাধ্যমে যে রিল পোস্ট করতেন তাতে বিপিনের সম্মতি ছিল না। নিকির পরিবার জানিয়েছে, বোনেরা ব্যবসার প্রচারের জন্য তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ব্যবহার করেছিল। তাঁদের রিলগুলিতে, আরও বেশি গ্রাহক আকর্ষণ করার জন্য মেকআপ এবং বুটিকের কাজ প্রদর্শন করতে দেখা গিয়েছে। বোনদের ব্যবসা করার জন্য টাকা জোগাড় করে দিয়েছিলেন তাঁদের বাবা। যাতে তারা স্বাধীনভাবে কিছু করতে পারেন। মজার ব্যাপার হল, নিকির ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে সমস্যা থাকলেও, তাঁর উপার্জনের টাকার ভাগ চাইত বিপিন নিজের শখ পূরণের জন্য।
advertisement
6/6
অভিযুক্ত স্বামী পুলিশকে কী বলেছে? পুলিশ জানিয়েছে যে ২১ অগাস্ট, ২০২৫ তারিখে নিকি তার পূর্বে পরিচালিত বিউটি পার্লারটি ফের চালু করার দাবি জানিয়েছিলেন, যা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কাসনা স্টেশন হাউস অফিসার ধর্মেন্দ্র শুক্লা বলেন, ‘‘তদন্তে জানা গগিয়েছে যে বিকেল ৩.৩০টের দিকে নিকি বিপিনকে বলেন যে তিনি এবং তার বোন পার্লারটি আবার খুলবেন। বিপিন মত দেননি। কিন্তু নিকি বলেন যে কেউ তাঁদের ফের ওই বিউটি পার্লার খুলতে বাধা দিতে পারবে না, এর বিরোধিতা করেন ভাটি।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় নিকিকে তাঁর স্বামী এবং শাশুড়ি দয়া আক্রমণ করে। কাঞ্চন বাধা দিলে তাকেও মারধর করা হয়। বিপিন নিকির উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কাঞ্চনের রেকর্ড করা মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যে বিপিন নিকিকে আক্রমণ করছে। আরও একটি ক্লিপে দেখা যাচ্ছে যে জ্বলন্ত নিকি হোঁচট খাচ্ছেন সিঁড়ি দিয়ে। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। কাঞ্চন বলেন যে তিনি অভিযুক্তদের বলতে শুনেছেন, “ওকে মেরে ফেলো, শেষ করে দাও।”
advertisement
advertisement
advertisement