রাজ্য সরকারের ৭০০০ শূন্যপদে শীঘ্রই হতে চলেছে কর্মী নিয়োগ ৷ এই পদে আবেদনের আব্যশিক যোগ্যতা হল স্মার্টফোনে দ্রুত টাইপিং স্পিড ৷ একইসঙ্গে সঙ্গে ভালো ইংলিশ লেখার সামর্থ্য ৷ এমন আকর্ষণীয় চাকরিতে যদি আগ্রহী হন, তবে শীঘ্রই করুন আবেদন ৷ কারণ- আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্ট, শুক্রবার ৷