Puri Train: পর্যটকদের জন্য দারুণ খবর! পুজোয় পুরী যাওয়ার প্ল্যান? রেলের এই উদ্যোগে আপনি লাভবান

Last Updated:
Puri Train: পুরী বলতে ট্রেনে যাত্রা বেশি পছন্দের। ট্রেনে যাত্রা কেবল সাশ্রয়ী নয়, এটি আনন্দদায়কও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং অতিরিক্ত ভ্রমণের চাপকে সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে অতিরিক্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে, যা কলকাতা ও পুরীর মধ্যে চলাচল করবে।
1/6
*পুজোর ছুটিতে পুরী ভ্রমণের পরিকল্পনা থাকলে দ্রুত নিশ্চিত করুন টিকিট! এবারও আরও বেশি সুযোগ আপনার হাতের কাছে কলকাতা-পুরী স্পেশাল ট্রেনে ১৩,০০০ অতিরিক্ত বার্থ মিলবে। পুজোর মরশুমে বাঙালির ভ্রমণের অন্যতম ঠিকানা পুরী। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
*পুজোর ছুটিতে পুরী ভ্রমণের পরিকল্পনা থাকলে দ্রুত নিশ্চিত করুন টিকিট! এবারও আরও বেশি সুযোগ আপনার হাতের কাছে কলকাতা-পুরী স্পেশাল ট্রেনে ১৩,০০০ অতিরিক্ত বার্থ মিলবে। পুজোর মরশুমে বাঙালির ভ্রমণের অন্যতম ঠিকানা পুরী। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*আসন্ন পুজোর মরশুমে পুরী ভ্রমণের আগ্রহ দারুন ভাবে বেড়েছে। একদিকে সমুদ্র সৈকতের সৌন্দর্য অন্যদিকে হিন্দু ধর্মের তীর্থস্থান জগন্নাথ দেবের মন্দির। প্রভু জগন্নাথ দর্শন হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পুণ্যের। তাই সকল বয়সের মানুষের পুরী ভ্রমণের প্রতি থাকে আলাদা আকর্ষণ। সংগৃহীত ছবি। 
*আসন্ন পুজোর মরশুমে পুরী ভ্রমণের আগ্রহ দারুন ভাবে বেড়েছে। একদিকে সমুদ্র সৈকতের সৌন্দর্য অন্যদিকে হিন্দু ধর্মের তীর্থস্থান জগন্নাথ দেবের মন্দির। প্রভু জগন্নাথ দর্শন হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পুণ্যের। তাই সকল বয়সের মানুষের পুরী ভ্রমণের প্রতি থাকে আলাদা আকর্ষণ। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*ভ্রমণপিপাসু মানুষের কাছে পুরী বলতে ট্রেনে যাত্রা বেশি পছন্দের। ট্রেনে যাত্রা কেবল সাশ্রয়ী নয়, এটি আনন্দদায়কও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং অতিরিক্ত ভ্রমণের চাপকে সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে অতিরিক্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে, যা কলকাতা ও পুরীর মধ্যে চলাচল করবে। সংগৃহীত ছবি। 
*ভ্রমণপিপাসু মানুষের কাছে পুরী বলতে ট্রেনে যাত্রা বেশি পছন্দের। ট্রেনে যাত্রা কেবল সাশ্রয়ী নয়, এটি আনন্দদায়কও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং অতিরিক্ত ভ্রমণের চাপকে সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে অতিরিক্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে, যা কলকাতা ও পুরীর মধ্যে চলাচল করবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*এই উদ্যোগের ফলে ১৩,০০০ অতিরিক্ত সিট বা আসন থাকছে। ০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ০৩.১০.২০২৪ থেকে ২৮.১১.২০২৪ (৯ টি ট্রিপ) পর্যন্ত কলকাতা থেকে রাত ১১:৫০ টায় ছাড়বে এবং পরের দিন সকাল ০৯:৩৫ টায় পুরীতে পৌঁছবে। সংগৃহীত ছবি। 
*এই উদ্যোগের ফলে ১৩,০০০ অতিরিক্ত সিট বা আসন থাকছে। ০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ০৩.১০.২০২৪ থেকে ২৮.১১.২০২৪ (৯ টি ট্রিপ) পর্যন্ত কলকাতা থেকে রাত ১১:৫০ টায় ছাড়বে এবং পরের দিন সকাল ০৯:৩৫ টায় পুরীতে পৌঁছবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*০৩১০২ পুরী-কলকাতা স্পেশ্যাল ট্রেনটি প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ থেকে ২৯.১১.২০২৪ (৯ টি ট্রিপ) পর্যন্ত পুরী থেকে দুপুর ৩'টেয় ছাড়বে এবং পরের দিন রাত ২'টোয় কলকাতায় পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকেই আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনগুলিতে থামবে। সংগৃহীত ছবি। 
*০৩১০২ পুরী-কলকাতা স্পেশ্যাল ট্রেনটি প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ থেকে ২৯.১১.২০২৪ (৯ টি ট্রিপ) পর্যন্ত পুরী থেকে দুপুর ৩'টেয় ছাড়বে এবং পরের দিন রাত ২'টোয় কলকাতায় পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকেই আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনগুলিতে থামবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*ট্রেনে এয়ার-কন্ডিশনড, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাসের আসন থাকবে। রেলের তরফে বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, ০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেনটির টিকিট PRS এবং ইন্টারনেটের মাধ্যমে বুক করা যাবে। রেলের এই উদ্যোগে এই পুজোর মরশুম আর বেশি স্পেশাল ভ্রমণ প্রিয় মানুষের কাছে। সংগৃহীত ছবি।
*ট্রেনে এয়ার-কন্ডিশনড, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাসের আসন থাকবে। রেলের তরফে বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, ০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেনটির টিকিট PRS এবং ইন্টারনেটের মাধ্যমে বুক করা যাবে। রেলের এই উদ্যোগে এই পুজোর মরশুম আর বেশি স্পেশাল ভ্রমণ প্রিয় মানুষের কাছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement