সে কী! গোয়ার আর বিচে বসে মদ খাওয়া যাবে না! কেন? কী এমন হল? গোয়ার মুখ্যমন্ত্রী যা জানিয়ে দিলেন...

Last Updated:
গোয়ার সমুদ্র সৈকতে বসে মদের বোতলে চুমুক দেওয়ার দিন শেষ হতে চলেছে। বৃহস্পতিবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত জানান, গোয়ার সৈকতের ধারে কাঁচের বোতলে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে।
1/4
জানা যায়, উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জে এক চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় এক তরুণীর। বিয়ের ১০ দিন পর তাঁরা গোয়ায় যান হানিমুনে! আর তারপর যা ঘটল...শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসবে
গোয়ার সমুদ্র সৈকতে বসে মদের বোতলে চুমুক দেওয়ার দিন শেষ হতে চলেছে। বৃহস্পতিবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত জানান, গোয়ার সৈকতের ধারে কাঁচের বোতলে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে।
advertisement
2/4
জানা যায়, উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জে এক চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় এক তরুণীর। বিয়ের ১০ দিন পর তাঁরা গোয়ায় যান হানিমুনে! আর তারপর যা ঘটল...শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসবে
তার পরিবর্তে ক্যানে করে মদ বিক্রি করা যেতে পারে বলে তিনি জানান। কারণ, ভাঙা কাঁচের টুকরো থেকে অনেকে জখম হচ্ছেন বলে খবর।বিজেপি এমএলএ মাইকেল লোবো বিধানসভায় অভিযোগ জানান, অনেকেই ভাঙা মদের বোতলের টুকরো থেকে আহত হচ্ছেন।
advertisement
3/4
best budget travel in summer
এই প্রসঙ্গে পর্যটন মন্ত্রী রোহন খাউনটে জানাচ্ছেন, ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে সৈকত নোংরা করার ক্ষেত্রে।
advertisement
4/4
best budget travel in summer
এছাড়াও, মদের বোতল কেনার ক্ষেত্রে ডিপোজিট ফি জমা দিতে হবে। যা দোকানে বোতল ফেরত দিলে তবেই ফেরত দেওয়া হবে। এমন নিয়মও শীঘ্রই শুরু করা হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
advertisement