নতুন বরের নাম ক্রিস মুলার (German groom Chris Muller)৷ বিত্তবান জার্মান শিল্পপতির এই ছেলে নিজেও জার্মানি ও সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থার সিইও৷ সংবাদমাধ্যমকে জনিয়েছেন, তিনি জার্মানি ও সিঙ্গাপুরে বিলাসবহুল জীবনেই অভ্যস্ত ছিলেন৷ বাহন হিসেবে সাজানো থাকত দুর্মূল্য স্পোর্টস কার৷ কিন্তু তিনি জীবের অর্থ জানতে চেয়েছিলেন৷ তাই শরণাপন্ন হয়েছিলেন ভারতীয় গুরুর৷