ট্রেন ধোয়ার 'নোংরা' জল দিয়েই এই 'কাজ' করছেন 'প্যান্ট্রি বয়'...! গরিব রথ এক্সপ্রেসে কী চলছে এসব? ভিডিও 'ফাঁস' হতেই যা জানাল IRCTC
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Garib Rath Express: গরিব রথ এক্সপ্রেস ট্রেনে হয়েছে এই চরম চমকে দেওয়া ঘটনাটি। যা ভিডিও করা হতেই মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিও দেখেই আঁতকে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরাও। জানেন কী দেখা গিয়েছিল ভাইরাল ওই ভিডিওতে?
advertisement
advertisement
advertisement
advertisement
চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেল এক ভয়ঙ্কর কাণ্ড চলছে সকলের চোখের আড়ালে। লক্ষ্য করে থাকবেন স্টেশনগুলিতে প্রতিটি ট্রেন ধোয়ার জন্য একটি পাইপের জল ব্যবহার হয়। আবার ট্রেনের টয়লেটের ট্যাঙ্কগুলিতেও জল ভর্তি করা হয় একই জলের পাইপ থেকেই। ওই পাইপের জল সাধারণত ট্রেন ধোয়া এবং টয়লেট ট্যাঙ্ক ভর্তি করার জন্য ব্যবহৃত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এই এই ভিডিওটি প্রকাশের পর, সোশ্যাল মিডিয়ায় মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। @iaffanahmad নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, "@RailwaySeva কানপুর সেন্ট্রাল স্টেশনে ১২৮৭৮ রাঁচি গরীব রথ এক্সপ্রেসের প্যান্ট্রি কর্মীদের পাইপলাইন থেকে সরাসরি চা/কফির পাত্রে জল ভরতে দেখে আমি হতবাক। মনে রাখবেন, এটি সেই একই জল যা সাধারণত ট্রেনের টয়লেট ট্যাঙ্কে ব্যবহৃত হয়।"
advertisement
বিষয়টি ছড়িয়ে পড়তেই নজরে আসে আইআরসিটিসির। আইআরসিটিসি এক্স-হ্যান্ডেলে জবাব দিয়েছে। তারা লিখেছে, "স্যার, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দয়া করে আপনার মোবাইল নম্বরটি ডাইরেক্ট মেসেজের মাধ্যমে আমাদের জানান।" আইআরসিটিসি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে জানিয়েছে অতীতেও এই ধরনের ঘটনার ক্ষেত্রে রেল যথাযথ ব্যবস্থা নিয়েছে।