সিকিমের সেরা গ্যাংটক সদর থানা! পেল মোদি সরকারের পুরস্কার

Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত প্রতিবেদনে রাজ্যভিত্তিক শীর্ষ থানা নির্বাচন করা হয়েছে। সেখানে সিকিমের মধ্যে প্রথম স্থান দখল করেছে গ্যাংটকের সদর থানা। আইনশৃঙ্খলা বজায় রাখা, জনসেবামূলক কার্যকলাপ এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে
1/5
সিকিমের সেরা থানার স্বীকৃতি পেলল গ্যাংটকের সদর পুলিশ স্টেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক পরিচালিত বার্ষিক র‍্যাঙ্কিং প্রতিবেদনে (Ranking of Police Stations 2024) এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
2/5
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত প্রতিবেদনে রাজ্যভিত্তিক শীর্ষ থানা নির্বাচন করা হয়েছে। সেখানে সিকিমের মধ্যে প্রথম স্থান দখল করেছে গ্যাংটকের সদর থানা। আইনশৃঙ্খলা বজায় রাখা, জনসেবামূলক কার্যকলাপ এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
3/5
এই স্বীকৃতির মূল মানদণ্ড হল, অপরাধ প্রতিরোধের সক্ষমতা, তদন্তের মান ও দক্ষতা, মামলা নিষ্পত্তির গতি, পরিকাঠামোগত সুবিধা, জনমতের ইতিবাচক প্রতিক্রিয়া। এই সম্মান সদর থানার পুলিশকর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রতিফলন।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
4/5
প্রতিবছর এই ধরণের মূল্যায়ন ও র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে দেশের থানাগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়ানো ও সামগ্রিকভাবে পুলিশের কাজের মান উন্নত করাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের লক্ষ্য।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
5/5
গ্যাংটক সদর থানার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আরও ৩৫টি থানাকে তাদের নিজ নিজ রাজ্যে শ্রেষ্ঠ হিসাবে বেছে নেওয়া হয়েছে।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
advertisement
advertisement