•দেবী গঙ্গা এই পুণ্য তিথিতে মর্তে আবির্ভূত হন৷ এমনই কথিত রয়েছে৷ সেই উপলক্ষ্যে পালিত হয় গঙ্গা দশহরা৷ তাই এই বিশেষ দিনে গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য অর্জন করেন ভক্তরা৷ তবে এবছর করোনার কারণে প্রতীকী স্নানের নির্দেশ দেওয়া হয়েছিল৷ অন্যান্য রাজ্য থেকেও হরিদ্বারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়৷(Photo Courtesy: ANI)