Ganesh Chaturthi 2023: অ্যান্টিলিয়ার গণপতি উৎসবে চাঁদের হাট, সৌন্দর্য-সাজগোজে নায়িকাদের টেক্কা দিলেন নীতা আম্বানি-শ্লোকা-রাধিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Antilia Ganapati Utsav 2023: আম্বানি পরিবারের গণপতি উৎসব শুধু একটা তারকাদের সমাবেশ নয়, বরং তা থেকে ছড়িয়ে পড়ে ভারতের ঐতিহ্য, ফ্যাশন এবং সৌন্দর্যের ছটা!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ওই সময় নীতা আম্বানিকে দেখা গেল ঘন সবুজ রঙা পৈঠানি সিল্ক শাড়িতে। আর সেই সিল্ক শাড়ির পাড় জুড়ে রয়েছে কমলা রঙের নয়ন জুড়ানো অপূর্ব নকশা। আলাদা করে বলে দিতে হয় না যে, মহারাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে পৈঠানি শাড়ি! নীতা আম্বানির পৈঠানি সিল্কের পাড়ের অপূর্ব কলকা ভারতীয় শিল্পকলার প্রতীক। সেই সঙ্গে নীতা পরেছিলেন মানানসই গয়নাও। এক কথায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।
advertisement
advertisement
*হবু শাশুড়ি এবং হবু জায়ের পাশাপাশি শাড়িতে দেখা গেল পরিবারের হবু ছোট বউমা রাধিকা মার্চেন্টকেও। তবে তিনি সিল্ক শাড়ি বাছেননি। তার বদলে রাধিকা পরেছিলেন পাউডার পিঙ্ক রঙা একটি শাড়ি। আর রাধিকার সেই শাড়ি জুড়ে তারার মতো ঝলমল করছিল সিক্যুইনের কাজ। মানানসই স্লিভলেস ব্লাউজ এবং গয়নায় ক্লাসি অবতারে রাধিকাকে দেখে অনেক নেটিজেনই বলছেন, “আম্বানি পরিবারের হবু বউমা ভারি ফ্যাশনেবল!”
advertisement