Ganesh Chaturthi 2023: অ্যান্টিলিয়ার গণপতি উৎসবে চাঁদের হাট, সৌন্দর্য-সাজগোজে নায়িকাদের টেক্কা দিলেন নীতা আম্বানি-শ্লোকা-রাধিকা

Last Updated:
Antilia Ganapati Utsav 2023: আম্বানি পরিবারের গণপতি উৎসব শুধু একটা তারকাদের সমাবেশ নয়, বরং তা থেকে ছড়িয়ে পড়ে ভারতের ঐতিহ্য, ফ্যাশন এবং সৌন্দর্যের ছটা!
1/9
*গণেশ চতুর্থীতে আগমন ঘটে গণপতি বাপ্পার। এটা মহারাষ্ট্রের প্রধান উৎসব হলেও গোটা দেশ এমনকী বিশ্বের আনাচেকানাচেও রীতিমতো ধুমধাম করে পালিত হয় গণপতি উৎসব। আর এই পরবের হাত ধরেই যেন শুরু হয়ে যায় উৎসবের মরশুম।
*গণেশ চতুর্থীতে আগমন ঘটে গণপতি বাপ্পার। এটা মহারাষ্ট্রের প্রধান উৎসব হলেও গোটা দেশ এমনকী বিশ্বের আনাচেকানাচেও রীতিমতো ধুমধাম করে পালিত হয় গণপতি উৎসব। আর এই পরবের হাত ধরেই যেন শুরু হয়ে যায় উৎসবের মরশুম।
advertisement
2/9
*গণেশের বিশালাকার বিগ্রহ, প্রাণবন্ত শোভাযাত্রা, রঙের ছোঁয়া - এসবই গণপতি উৎসবের মূল আকর্ষণ। প্রতি বছর এই উৎসব খুব জাঁকজমক করেই পালন করেন আম্বানি পরিবার। তাঁদের গণপতি উৎসবের উদযাপনের পরম্পরাও বছরের পর বছর ধরে চলে আসছে। 
*গণেশের বিশালাকার বিগ্রহ, প্রাণবন্ত শোভাযাত্রা, রঙের ছোঁয়া - এসবই গণপতি উৎসবের মূল আকর্ষণ। প্রতি বছর এই উৎসব খুব জাঁকজমক করেই পালন করেন আম্বানি পরিবার। তাঁদের গণপতি উৎসবের উদযাপনের পরম্পরাও বছরের পর বছর ধরে চলে আসছে। 
advertisement
3/9
*অন্যান্য বছরের মতো এবারও আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে আগমন ঘটেছে গণপতি বাপ্পার। আর তাঁর রঙিন প্রাণবন্ত উদযাপন দেখে চোখ সরছে না দেশবাসীর। এই অনুষ্ঠানে মূলত উপস্থিত থাকেন আম্বানি পরিবারের সদস্যদের আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। চলতি বছরও ব্যতিক্রম হয়নি।
*অন্যান্য বছরের মতো এবারও আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে আগমন ঘটেছে গণপতি বাপ্পার। আর তাঁর রঙিন প্রাণবন্ত উদযাপন দেখে চোখ সরছে না দেশবাসীর। এই অনুষ্ঠানে মূলত উপস্থিত থাকেন আম্বানি পরিবারের সদস্যদের আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। চলতি বছরও ব্যতিক্রম হয়নি।
advertisement
4/9
*বলিউডের তারকারা জমকালো সাজগোজ করে উপস্থিত হয়েছিলেন অ্যান্টিলিয়াতে। তবে তার মাঝে আলাদা করে নজর কাড়লেন নীতা আম্বানি এবং তাঁর দুই পুত্রবধূ শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট।
*বলিউডের তারকারা জমকালো সাজগোজ করে উপস্থিত হয়েছিলেন অ্যান্টিলিয়াতে। তবে তার মাঝে আলাদা করে নজর কাড়লেন নীতা আম্বানি এবং তাঁর দুই পুত্রবধূ শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট।
advertisement
5/9
*গণপতি বাপ্পার পুজোর সময় নীতা আম্বানিকে দেখা গিয়েছে শাড়িতে। সামনে আঁচল দিয়ে খুব ছিমছাম শাড়িতে ধরা দিয়েছিলেন মুকেশ-ঘরণী। আর তাঁদের পরিবারের বড় বউমা শ্লোকা এবং হবু বউমা রাধিকাও পরেছিলেন ট্র্যাডিশনাল সালোয়ার স্যুট। তবে রাতের অনুষ্ঠানে বলিউডের নায়িকাদের রীতিমতো টক্কর দিলেন শাশুড়ি এবং বউমা-রা।
*গণপতি বাপ্পার পুজোর সময় নীতা আম্বানিকে দেখা গিয়েছে শাড়িতে। সামনে আঁচল দিয়ে খুব ছিমছাম শাড়িতে ধরা দিয়েছিলেন মুকেশ-ঘরণী। আর তাঁদের পরিবারের বড় বউমা শ্লোকা এবং হবু বউমা রাধিকাও পরেছিলেন ট্র্যাডিশনাল সালোয়ার স্যুট। তবে রাতের অনুষ্ঠানে বলিউডের নায়িকাদের রীতিমতো টক্কর দিলেন শাশুড়ি এবং বউমা-রা।
advertisement
6/9
*ওই সময় নীতা আম্বানিকে দেখা গেল ঘন সবুজ রঙা পৈঠানি সিল্ক শাড়িতে। আর সেই সিল্ক শাড়ির পাড় জুড়ে রয়েছে কমলা রঙের নয়ন জুড়ানো অপূর্ব নকশা। আলাদা করে বলে দিতে হয় না যে, মহারাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে পৈঠানি শাড়ি! নীতা আম্বানির পৈঠানি সিল্কের পাড়ের অপূর্ব কলকা ভারতীয় শিল্পকলার প্রতীক। সেই সঙ্গে নীতা পরেছিলেন মানানসই গয়নাও। এক কথায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।
*ওই সময় নীতা আম্বানিকে দেখা গেল ঘন সবুজ রঙা পৈঠানি সিল্ক শাড়িতে। আর সেই সিল্ক শাড়ির পাড় জুড়ে রয়েছে কমলা রঙের নয়ন জুড়ানো অপূর্ব নকশা। আলাদা করে বলে দিতে হয় না যে, মহারাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে পৈঠানি শাড়ি! নীতা আম্বানির পৈঠানি সিল্কের পাড়ের অপূর্ব কলকা ভারতীয় শিল্পকলার প্রতীক। সেই সঙ্গে নীতা পরেছিলেন মানানসই গয়নাও। এক কথায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।
advertisement
7/9
*পিছিয়ে নেই পরিবারের বড় বধূ শ্লোকা মেহতাও! তিনিও পরেছিলেন একটি উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। তাঁর শাড়িটির ধার জুড়েও ছিল কমলা রঙা পাড়। আর গোটা শাড়িটিতে ফুটে উঠেছিল ফুলের কলকা। মানানসই গয়নায় একেবারে ঝলমল করেছিলেন আম্বানি পরিবারের বড় বধূটি।
*পিছিয়ে নেই পরিবারের বড় বধূ শ্লোকা মেহতাও! তিনিও পরেছিলেন একটি উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। তাঁর শাড়িটির ধার জুড়েও ছিল কমলা রঙা পাড়। আর গোটা শাড়িটিতে ফুটে উঠেছিল ফুলের কলকা। মানানসই গয়নায় একেবারে ঝলমল করেছিলেন আম্বানি পরিবারের বড় বধূটি।
advertisement
8/9
*হবু শাশুড়ি এবং হবু জায়ের পাশাপাশি শাড়িতে দেখা গেল পরিবারের হবু ছোট বউমা রাধিকা মার্চেন্টকেও। তবে তিনি সিল্ক শাড়ি বাছেননি। তার বদলে রাধিকা পরেছিলেন পাউডার পিঙ্ক রঙা একটি শাড়ি। আর রাধিকার সেই শাড়ি জুড়ে তারার মতো ঝলমল করছিল সিক্যুইনের কাজ। মানানসই স্লিভলেস ব্লাউজ এবং গয়নায় ক্লাসি অবতারে রাধিকাকে দেখে অনেক নেটিজেনই বলছেন, “আম্বানি পরিবারের হবু বউমা ভারি ফ্যাশনেবল!”
*হবু শাশুড়ি এবং হবু জায়ের পাশাপাশি শাড়িতে দেখা গেল পরিবারের হবু ছোট বউমা রাধিকা মার্চেন্টকেও। তবে তিনি সিল্ক শাড়ি বাছেননি। তার বদলে রাধিকা পরেছিলেন পাউডার পিঙ্ক রঙা একটি শাড়ি। আর রাধিকার সেই শাড়ি জুড়ে তারার মতো ঝলমল করছিল সিক্যুইনের কাজ। মানানসই স্লিভলেস ব্লাউজ এবং গয়নায় ক্লাসি অবতারে রাধিকাকে দেখে অনেক নেটিজেনই বলছেন, “আম্বানি পরিবারের হবু বউমা ভারি ফ্যাশনেবল!”
advertisement
9/9
*পরিবারের সদস্যদের সাজসজ্জা তো বটেই, আমন্ত্রিত তারকাদের সাজগোজও ছিল দেখার মতোই! সব শেষে এটা স্বীকার করতেই হয় যে, আম্বানি পরিবারের গণপতি উৎসব শুধু একটা তারকাদের সমাবেশ নয়, বরং তা থেকে ছড়িয়ে পড়ে ভারতের ঐতিহ্য, ফ্যাশন এবং সৌন্দর্যের ছটা!
*পরিবারের সদস্যদের সাজসজ্জা তো বটেই, আমন্ত্রিত তারকাদের সাজগোজও ছিল দেখার মতোই! সব শেষে এটা স্বীকার করতেই হয় যে, আম্বানি পরিবারের গণপতি উৎসব শুধু একটা তারকাদের সমাবেশ নয়, বরং তা থেকে ছড়িয়ে পড়ে ভারতের ঐতিহ্য, ফ্যাশন এবং সৌন্দর্যের ছটা!
advertisement
advertisement
advertisement