Indian Railways: যাত্রীদের জন্য বিরাট উপহার! গরমে লক্ষ লক্ষ প্যাসেঞ্জারদের সুবিধায় বড় সিদ্ধান্ত নিল রেল, জানলে খুশিতে নেচে উঠবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: গরমের ছুটিতে রেলে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে রেল। যাত্রীদের সুবিধার্থে জুন ও জুলাই মাসে উদয়পুরগামী ও সেখান থেকে আসা বড় ট্রেনগুলিতে অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে।
advertisement
advertisement
*ট্রেন নম্বর 20473/20474 দিল্লি সরাই রোহিলা-উদয়পুর সিটি-দিল্লি সরাই ট্রেনে একটি ২ এসি, দুটি ৩ এসি কোচ বাড়ানো হবে। এই বৃদ্ধি ১ থেকে ৩০ জুন দিল্লি সরাই থেকে এবং ২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত উদয়পুর শহর থেকে প্রযোজ্য হবে। ফলে দিল্লিগামী শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং আরও বেশি আসন পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement