ঘণ্টায় ১১০ কিলোমিটার নয়, এখন থেকে এই গতির ট্রেনই হবে 'হাই স্পিড'! ভারতীয় রেলের নতুন নিয়ম জানুন
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway High Speed Train: ভারতীয় রেলের স্থায়ী বহু-শাখার কমিটি বদলে দিল 'হাই স্পিড' ট্রেনের সংজ্ঞা। এতদিন পর্যন্ত যে ট্রেনগুলি ১১০ কিমি/ঘণ্টা গতিতে চলত, তাদের হাই স্পিড বলা হত, এবার থেকে বদলে গেল সেই সীমা। কত হল? জানলে চমকাবেন রেলের নতুন নিয়ম।
advertisement
advertisement
নতুন গতি, নতুন সংজ্ঞা--- গোরখপুর থেকে প্রেরণা রায় দ্বিবেদীর রিপোর্ট অনুযায়ী, ট্র্যাক ও রেল সিস্টেমে ব্যাপক উন্নতির পর রেল বোর্ডের স্থায়ী কমিটি ঠিক করেছে, নতুন এক সীমা, যে গতিবেগ থাকলেই কোনও ট্রেনকে হাই স্পিড হিসেবে চিহ্নিত করা যাবে। এর আগে এই সীমা ছিল ১১০ কিমি/ঘণ্টা। (File Image: News18 Bangla)
advertisement
advertisement
লোকো পাইলট মোতায়েন সংক্রান্ত নয়া নির্দেশিকা, কমিটির সুপারিশ অনুযায়ী: এখন থেকে ১৩০ কিমি/ঘণ্টা গতিবেগে চলা ট্রেনে নিয়মিতভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) মোতায়েন করা যাবে। এই ট্রেনগুলিতে ALP হতে গেলে LPG প্রোমোশনাল কোর্স পাশ করা বাধ্যতামূলক নয়, তবে কম্পিউটার এইডেড ড্রাইভার অ্যাপটিটিউড টেস্ট পাশ করতে হবে। (File Image: News18 Bangla)
advertisement
advertisement
advertisement
লখনউ-গোরখপুর-ছপরা রুটেও চলবে হাই স্পিড ট্রেন--- বর্তমানে উত্তর-পূর্ব রেলে ট্রেনগুলি সর্বোচ্চ ১১০ কিমি/ঘণ্টা গতিতে চলে। গোরখপুর-প্রয়াগরাজ বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ গতি ১৬০ কিমি/ঘণ্টা হলেও, এখন তা ১১০ কিমিতে চলছে। তবে খুব শীঘ্রই বন্দে ভারত, গোরক্ষধাম, বৈশালী ও গোরখপুর-এলটিটিএক্সপ্রেস ট্রেনগুলির গতি বাড়িয়ে ১৩০ কিমি/ঘণ্টা করা হবে। (File Image: News18 Bangla)
advertisement
advertisement