১০৪টি স্যাটেলাইট লঞ্চ, চন্দ্রযান থেকে মঙ্গল মিশন, দেখে নিন মহাকাশে কী কী রেকর্ড গড়েছে ISRO

Last Updated:
চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো ৷ দেখে নিন এক নজরে ইসরোর সাফল্যের কাহিনী ৷
1/8
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর।চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার  দূরে। তবে ইসরোর এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অরবিটারের ক্যামেরা থেকে পাওয়া ছবি অনুযায়ী, ল্যান্ড হওয়ার নির্দিষ্ট জায়গার অনেকটা কাছেই হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷ তা সত্ত্বেও বিক্রমের কোনও ক্ষতি হয়নি। কিন্তু একদিকে ঝুঁকে রয়েছে ল্যান্ডার ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো ৷ দেখে নিন এক নজরে ইসরোর সাফল্যের কাহিনী ৷
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর।চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে। তবে ইসরোর এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অরবিটারের ক্যামেরা থেকে পাওয়া ছবি অনুযায়ী, ল্যান্ড হওয়ার নির্দিষ্ট জায়গার অনেকটা কাছেই হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷ তা সত্ত্বেও বিক্রমের কোনও ক্ষতি হয়নি। কিন্তু একদিকে ঝুঁকে রয়েছে ল্যান্ডার ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো ৷ দেখে নিন এক নজরে ইসরোর সাফল্যের কাহিনী ৷
advertisement
2/8
১৯ এপ্রিল ১৯৭৫ সালে ইসরো প্রথম স্যাটেলাইট আর্যভট্ট লঞ্চ করেছিল ৷ এর ৪ বছর পর এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট  SLV-3 লঞ্চ করা হয় ৷
১৯ এপ্রিল ১৯৭৫ সালে ইসরো প্রথম স্যাটেলাইট আর্যভট্ট লঞ্চ করেছিল ৷ এর ৪ বছর পর এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট SLV-3 লঞ্চ করা হয় ৷
advertisement
3/8
এরপর ইসরো তাদের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছিল ৷ INSAT সিরিজের স্যাটেলাইট INSAT-2A লঞ্চ করা হয় ৷
এরপর ইসরো তাদের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছিল ৷ INSAT সিরিজের স্যাটেলাইট INSAT-2A লঞ্চ করা হয় ৷
advertisement
4/8
PSLV সিরিজের প্রথম লঞ্চিং হয় ২০ সেপ্টেম্বর ১৯৯৩ সালে ৷ ইসরো GSLV কে অরবিটে GSLV-1 দিয়ে বদলে ইতিহাস গড়েছিল ৷
PSLV সিরিজের প্রথম লঞ্চিং হয় ২০ সেপ্টেম্বর ১৯৯৩ সালে ৷ ইসরো GSLV কে অরবিটে GSLV-1 দিয়ে বদলে ইতিহাস গড়েছিল ৷
advertisement
5/8
আজ থেকে ১১ বছর আগে ইসরো তাদের মিশন চন্দ্রযান ১ লঞ্চ করেছিল ৷ এর পাঁচ বছর পরই মঙ্গল নিয়ে মিশন লঞ্চ করা হয় ৷
আজ থেকে ১১ বছর আগে ইসরো তাদের মিশন চন্দ্রযান ১ লঞ্চ করেছিল ৷ এর পাঁচ বছর পরই মঙ্গল নিয়ে মিশন লঞ্চ করা হয় ৷
advertisement
6/8
MOM মঙ্গলের কক্ষপথে এক বছর পর ২০১৪ সালে প্রবেশ করেছিল ৷ এরপর মিশন অ্যাস্ট্রস্যাট লঞ্চ করা হয় ৷
MOM মঙ্গলের কক্ষপথে এক বছর পর ২০১৪ সালে প্রবেশ করেছিল ৷ এরপর মিশন অ্যাস্ট্রস্যাট লঞ্চ করা হয় ৷
advertisement
7/8
এরপর ২০১৭ সালে ইসরো PSLV-C37 এক সঙ্গে ১০৪টি স্যাটেলাইটে মহাকাশে স্থাপিত করেছিল ৷
এরপর ২০১৭ সালে ইসরো PSLV-C37 এক সঙ্গে ১০৪টি স্যাটেলাইটে মহাকাশে স্থাপিত করেছিল ৷
advertisement
8/8
২২ জুলাই ২০১৯ চন্দ্রযান ২ লঞ্চ করা হয় ৷ এই মিশন অনেকটাই সফল বলে মনে করা হচ্ছে  ৷
২২ জুলাই ২০১৯ চন্দ্রযান ২ লঞ্চ করা হয় ৷ এই মিশন অনেকটাই সফল বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
advertisement