যতদূর চোখ যাবে শুধুই সাদা বরফ। যেন সাদা চাদরে ঢেকে গিয়েছে গোটা শ্রীনগর। বিপর্যস্ত জনজীবন। ছবি- পারভেজ বাট, শ্রীনগর
কাশ্মীরের পুলওয়ামার ব্যাপক তুষারপাত চলছে মঙ্গলবার রাত থেকেই।
কুলগাঁওতে রাস্তার উপর ২ ফিট পুরু বরফের আস্তরণ পড়েছে।
পীরপঞ্জল রেঞ্জ, অহরাবল ট্যুরিস্ট স্পটেও ব্যাপক তুষারপাত হয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এমন ভারি তুষারপাত বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ব্যাপক তুষারপাতের ফলে কাশ্মীরে বিমান চলাচল ব্যাহত। রানওয়ে ঢেকেছে বরফে। ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।
বারামুলা, গন্দেরবল জেলাতেও ব্যাপক তুষারপাত হয়েছে।
সাধারণ মানুষের জন্য হেল্পলাইন চালু করেছে কাশ্মীরের প্রশাসন। কেউ বিপদে পড়লে সেই হেল্পলাইনে সহায়তার জন্য ফোন করতে পারেন।
বুধবার সকাল, দুপুরেও শ্রীনগরে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। ফলে জনজীবন বিপর্যস্ত। অনেক জায়গায় লোড শেডিং।
...