সত্তর বছর পর ভারতের মাটিতে জন্মাল চিতা! আজ গোটা দেশে আনন্দের দিন

Last Updated:
cheetah born in india: ৭০ বছর পর এমন ঘটনা ঘটল। ফুটফুটে চারটি চিতা শাবক কেমন আছে? জানাল কুনো পার্ক কর্তৃপক্ষ।
1/5
৭০ বছর পর ভারতের মাটিতে জন্মাল চিতা। মধ্যপ্রদেশের শোপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে জন্ম হল চারটি চিতা শাবকের।
৭০ বছর পর ভারতের মাটিতে জন্মাল চিতা। মধ্যপ্রদেশের শোপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে জন্ম হল চারটি চিতা শাবকের।
advertisement
2/5
১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তার পর ৭০ বছর বাদে আবার ভারতে জন্মাল চিতা। আজ দেশে আনন্দের দিন।
১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তার পর ৭০ বছর বাদে আবার ভারতে জন্মাল চিতা। আজ দেশে আনন্দের দিন।
advertisement
3/5
নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতা। সেই চিতাদের মধ্যে একটির মৃত্যু হয়েছিল। তার নাম ছিল সাসা। এবার তারই আত্মীয় সিয়া চারটি শাবকের জন্ম দিয়েছে।
নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতা। সেই চিতাদের মধ্যে একটির মৃত্যু হয়েছিল। তার নাম ছিল সাসা। এবার তারই আত্মীয় সিয়া চারটি শাবকের জন্ম দিয়েছে।
advertisement
4/5
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ চিতা শাবকদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ চিতা শাবকদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
advertisement
5/5
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চারচি চিতাশাবককে আপাতত নজরে রাখা হবে। তবে তারা পুরোপুরি সুস্থ বলে জানানো হয়েছে। এমনকী তাদের মাও সুস্থ।
কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চারচি চিতাশাবককে আপাতত নজরে রাখা হবে। তবে তারা পুরোপুরি সুস্থ বলে জানানো হয়েছে। এমনকী তাদের মাও সুস্থ।
advertisement
advertisement
advertisement