

জিএসটি কাউন্সিলের ৩২ বৈঠকে নেওয়া হয়েছে চারটি বড় সিদ্ধান্ত ৷ সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন ছোট ব্যবসায়ীরা ৷ এখন থেকে বার্ষিক ৪০ লাখ টাকার টার্নওভারে লাগবে না রেজিষ্টেরশন ৷ এই সিদ্ধান্তে লাভবান হয়েছেন প্রায় ২০ লক্ষ ব্যবসায়ী ৷


জিএসটি রেজিষ্ট্রেশনের সীমা বাড়ানো হয়েছে ৷ এবার থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক টানর্ওভারে রেজিষ্ট্রেশন করাতে হবে না ৷ বর্তমানে ২০ লাখ বার্ষিক টার্নওভারের ক্ষেত্রে জিএসটি করাতে হত না ব্যবসায়ীদের ৷ এবার তা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হয়েছে ৷


অন্যদিকে, জিএসটি কম্পোজিশন স্কিমে ছোট ব্যবসায়ীদের টার্নওভারের উপর ট্যাক্স দিতে হয় ৷ আগে ১ কোটি টাকার টার্নওভারের ক্ষেত্রে ট্যাক্স দিতে হত ৷ এখন তা বাড়িয়ে ১.৫ কোটি টাকা করা হয়েছে ৷ এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন MSMEs ৷ নতুন নিয়ম লাগু হবে পয়লা এপ্রিল থেকে৷


জিএসটি কাউন্সিলের বৈঠকে নির্মীয়মান ফ্ল্যাট বা বাড়ির মামলায় (GoM) গ্রুপ অফ মিনিস্টার্সের গঠনে অনুমতি দেওয়া হয়েছে ৷ GoM এবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷ সূত্রের খবর প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী নির্মীয়মান ফ্ল্যাট বা বাড়ির জিএসটি রেট কমানোর ইঙ্গিত দিয়েছে ৷ নির্মীয়মান ফ্ল্যাট বা বাড়ি ১২ শতাংশ ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে ৷