৪৬ ঘণ্টা ট্রেনে! স্লিপার থেকে AC কোচে চড়ে এই যুবক এমন যন্ত্রণা, কষ্টের কথা জানালেন... সব ফাঁস হয়ে গেল!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways News: টানা ৪৬ ঘণ্টার সফরে একে একে বদলেছেন স্লিপার, জেনারেল থেকে থার্ড এসি। উদ্দেশ্য ছিল দেশের আসল রঙ দেখা। কিন্তু ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হল এক এমন যাত্রা, যা রয়ে গেল আজীবনের দাগ কেটে। ক্লান্তি, আতঙ্ক, হাসি আর তিক্ততার এক অনন্য কাহিনি—যার শেষে তিনি বললেন, “আমার এই ভুল যেন আর কেউ না করে!”
ভারতীয় রেলযাত্রা মানেই হাজার রকম গল্প, অজস্র অভিজ্ঞতা। বিদেশিরাও প্রায়শই এই অভিজ্ঞতা নিতে আগ্রহী হন—কম খরচে ভ্রমণ, ভারতীয় সংস্কৃতির সঙ্গে সংযোগ, আর অদ্ভুত সব মুহূর্ত। তবে ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহোর কাছে এই যাত্রা যেন কোনও বলিউডি অ্যাডভেঞ্চার ফিল্মের মতো শুরু হয়ে শেষ পর্যন্ত রূপ নিল এক বিভীষিকায়। (Representative Image: AI)
advertisement
advertisement
'রেলের ভ্রমণ আমার কাছে খুবই কষ্টকর অভিজ্ঞতা' ভিক্টর ব্লাহো তাঁর এই যাত্রার ভিডিও পোস্ট করেছেন ইউটিউবে। শিরোনাম—“৪৬ ঘণ্টা ধরে ভারতীয় ট্রেনে ভ্রমণের চেষ্টা কোরো না, সম্পূর্ণভাবে ক্লান্ত করে দিয়েছে আমায়।” ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। ভিডিওতে ভিক্টর জানান, কী ভাবে অতিরিক্ত ভিড়, ধুলোবালি, শব্দদূষণ ও ঘুমের অভাবে তাঁর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। (Representative Image: AI)
advertisement
advertisement
‘আমার ভুল যেন কেউ না করে’ এই দীর্ঘ সফরে আরও এক অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন ভিক্টর। এক সহযাত্রী জোর করে তাঁর সঙ্গে কথা বলাতে চায় এবং নিজের দুই প্রেমিকার সঙ্গেও ভিডিও কলে ভিক্টরের পরিচয় করিয়ে দেয়। ভিক্টর বলেন,“সে বলল, মুম্বইয়ে তার এক বান্ধবী আছে, আর দিল্লিতে আর একজন। আমাকে দু’জনের সঙ্গেই কথা বলতে বাধ্য করল।” (Representative Image: AI)
advertisement
এই ভিডিও ইতিমধ্যেই ৮৮ হাজারের বেশি ভিউ পেয়েছে। নেটিজেনদের প্রতিক্রিয়া মিলেছে মিশ্র— একজন লেখেন, “আরাম চাইলে ঘরেই বসো, ভারত তোমায় অভিজ্ঞতা দেবে, হোটেলের মতো বিলাসিতা নয়।” আর একজন মন্তব্য করেন, “তুমি সরাসরি ভারতের ‘ফাইনাল বস’ লেভেলেই চলে গিয়েছিলে, যেটা আমরা ভারতীয়রাও এড়িয়ে চলি।” (Representative Image: AI)